নয়াদিল্লিঃ বৃষ্টিতে জলমগ্ন(Waterlogged) গোটা এলাকা। এরই মাঝে অসুস্থ(Sick) হয়ে পড়েছেন স্ত্রী। অ্যাম্বুলেন্স(Ambulence), গাড়ি (Car)না পেয়ে স্ত্রীকে কোলে তুলেই হাসপাতালে ছুটলেন এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে(Uttar Pradesh) গোন্ডা(Gonda District) জেলায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল(Viral) হয়েছে এই মুহূর্তের ভিডিয়ো(Video)। জানা গিয়েছে,গোন্ডা মেডিক্যাল কলেজে হাসপাতাল চত্বরেই ঘটেছে এই ঘটনা। তবে হাসপাতালের অবশ্য দাবি,স্ট্রেচার কিংবা হুইলচেয়ার, সবরকম ব্যবস্থাই ছিল হাসপাতালে। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। গোন্ডা মেডিক্যাল কলেজের চিফ মেডিক্যাল অফিসার আদিত্য ভর্মা বলেন, “এক ব্যক্তিকে স্ত্রীকে কোলে নিয়ে হাসপাতালে আসতে দেখা গিয়েছে। আমরা তাঁর সঙ্গে কথা বলে জানতে পেরেছি, স্ত্রীর ডায়ালিসিসের জন্য সপ্তাহে তিনদিন তিনি হাসপাতালে আসেন। কিন্তু কখনই স্ট্রেচার কিংবা হুইলচেয়ারের জন্য বলেন না। তারপরও আমরা তদন্তের নির্দেশ দিয়েছি। পরিষেবায় গাফিলতি থাকলে নিশ্চই ব্যবস্থা নেওয়া হবে।”
জলমগ্ন রাস্তায় স্ত্রীকে কোলে তুলে নিয়েই হাসপাতালে ছুটলেন এক ব্যাক্তি
Video: Man Carries Wife In Arms Across A Flooded Street To Get To UP Hospital https://t.co/MMdBB3HL93 pic.twitter.com/f6LH3ZcRT0
— NDTV (@ndtv) September 28, 2024