আবেগের ক্ষেত্রে প্রাণী এবং মানুষের বৈশিষ্ট্য প্রায় একইরকম। শুধু মানুষের কাছে ব্যক্ত করার জন্য ভাষা আছে আর প্রাণীদের ক্ষেত্রে সেই ভাষা বোঝার ক্ষমতা আমাদের নেই। এরকম এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখেছে সকলেই অবাক এবং স্তম্ভিত। মানুষের দুঃখে সমব্যথী হয়ে সান্ত্বনা দিতে সব সময় কাছের মানুষকেই দেখা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাঁর ব্যতিক্রমও দেখা যায়।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে টি শার্ট এবং শর্টস পড়ে একজন লোককে ছল ছল চোখে একটি বানরের পাশে বসে পড়তে দেখা যায়। লোকটিকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে দু: খিত এবং প্রচন্ড ভেঙে পড়েছেন। পাশে বসা বানরটি তা টের পেয়ে লোকটিকে তার কোলে শুতে অনুরোধ করল।লোকটি বাধ্য হয়ে বানরের কোলে শুয়ে পড়ল।এবং আশ্চর্যজনকভাবে দেখা গেল ঐ লোকটির পিঠ চাপড়ে তাঁকে সান্ত্বনা দিচ্ছে ওই বানরটি।
452- Ağlayan arkadaşını dizine yatırıp teselli eden maymun pic.twitter.com/gezl0NKX8g
— 59.748 farklı hayvan (@59748hayvan) July 30, 2022
ভিডিওটি অনলাইনে শেয়ার করার পর ইতিমধ্যেই দেখে ফেলেছে প্রায় ৩ মিলিয়নেরও বেশি দর্শক।