Viral Video: স্বামী-স্ত্রীয়ের ঝগড়া? সিংহ-সিংহীর 'বাক-লড়াই' দেখে আপনার মন ভাল হবেই
Lion and Lioness (Photo Credits: Video Screengrab/ @WildIndia1/ Twitter)

শিকার। একে অপরের পিছনে ধাওয়া করা তো বনজঙ্গলের মধ্যে চলতেই থাকে। কিন্তু সিংহ-সিংহীর বাকযুদ্ধ দেখেছেন কখনও? তাও আবার সিংহীর গর্জন! আর সিংহীকে শান্ত করতে গিয়ে রীতিমত চুপসে গেছে সিংহবাবাজি। হাত পা নেড়ে আসতে আসতে সিংহীকে বোঝানোর এবং শান্ত করার চেষ্টা করছে সিংহ। কিন্তু তাতেও তিনি ব্যর্থ। ২২ সেকেন্ডের ভিডিওটি দেখলে আপনিও চমকে যাবেন।

বনের রাজা সিংহ, তবে তা শুধুমাত্র শিকারের ক্ষেত্রেই বটে! ভাবছেন কেন এমন বলছি? গুজরাতের গির অরণ্যের একটি ভিডিওতেই মিলবে উত্তর। গির অরণ্যে রাস্তার মাঝে সিংহ-সিংহীর জোরদার লড়াই, প্রথমে দু'পক্ষই গলার জোর দেখালেও, পরে আসতে আসতে সিংহীর চিৎকারে দমে যায় সিংহটি, প্রচন্ড ক্ষিপ্ত হয়ে রীতিমত ফুঁসতে থাকে ওই সিংহী। অন্যদিকে সিংহীর এহেন রূপ দেখে ভয়ে একেবারে চুপসে যায় সিংহ, উল্টে সিংহীকে শান্ত করতে জোরদার চেষ্টা চালাতে থাকে সে। জঙ্গলের এই ২২ সেকেন্ডের ভিডিওটি ব্যপক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, আর টুইটারে ওঠে হাসির রোল।