Ranji Trophy Leopard Video Fact Check: ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (HPCA) স্টেডিয়ামের মাঠে ম্যাচ চলাকালীন নাকি হঠাৎই ঢুকে পড়েছে একটি চিতাবাঘ! তখন নাকি চলছিল দেশের এক নম্বর ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফির ম্যাচ। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, চিতাবাঘটি মাঠে বাউন্ডারি লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। অনেকেই দাবি করেছেন, রনজি ট্রফির ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। দাবি করা হচ্ছে চিতা দেখে গ্যালারিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ম্যাচও নাকি থেমে যায় এবং দর্শক-খেলোয়াড়রা হতভম্ব হয়ে পড়েন। এই দাবিই এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু। তাহলে সত্যি কি এমন ঘটনা ঘটেছিল?
ফ্যাক্ট চেক: ধরমশালায় রনজি ম্যাচে কি সত্যিই ঢুকে পড়েছিল চিতাবাঘ? ভাইরাল ভিডিওর আসল সত্য
একটি ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে, দাবি করা হচ্ছে, ধরমশালায় রনজি ট্রফির ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। ভিডিওতে দেখা গেছে, বড় বিড়ালটি মাঠের এক প্রান্ত দিয়ে দৌড়ে যাচ্ছে এবং রনজি ট্রফি ২০২৫-২৬ মরসুম চলছে, তৃতীয় রাউন্ডের ম্যাচ শুরু হয়েছে ১ নভেম্বর থেকে। ঠিক এই সময়ই ভাইরাল হয়েছে ভিডিওটি। দাবি করা হচ্ছে ধরমশালার HPCA স্টেডিয়ামে ম্যাচের মাঝে মাঠে চিতাবাঘ ঢুকে পড়ে। ভিডিওটি ইনস্টাগ্রামে ২ নভেম্বর পোস্ট করা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই ৫০০০-এর বেশি লাইক ও ১.৪ মিলিয়ন ভিউ হয়। ভিডিওতে এক দর্শকের আতঙ্কিত কণ্ঠ শোনা যায়—"দরজা খোলো! দরজা খোলো!"
দেখুন মাঠে চিতা ঢুকে পড়ার সেই ভাইরাল ভিডিও
View this post on Instagram
ভাইরাল ভিডিও আসলে কী?
ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো ও AI-জেনারেটেড। ভিডিওটি পোস্ট করেছে ‘@aikalaakari’ নামের অ্যাকাউন্ট, যার বায়োতেই লেখা, এআইয়ের মাধ্যমে সিনেমা প্রস্তুতকারক (AI Filmmaker)। ক্যাপশনে দাবি করা হয়েছে ম্যাচটি নাকি হিমাচল প্রদেশ বনাম করাচির মধ্যে। যা পুরোপুরি অসম্ভব! কারণ রনজি ট্রফিতে পাকিস্তানের কোনো দল খেলে না। ক্যাপশনে মজার মন্তব্য, চিতাবাঘটি নাকি করাচির টপ অর্ডারের চেয়ে বেশি রান করেছে এবং হিমাচলের কোচ তাকে নতুন ফিল্ডিং কোচ হিসেবে নেওয়ার অনুরোধ করেছে। এতেই স্পষ্ট এই ভিডিওটি ব্যঙ্গাত্মক AI কনটেন্ট, বাস্তব কোনো ঘটনা নয়।
চলতি বছর ধরমশালার স্টেডিয়ামেও এখনো ম্যাচ হয়নি
আরও বড় তথ্য, চলতি ২০২৫-২৬ রঞ্জি মরসুমে এখনো ধরমশালা HPCA স্টেডিয়ামে কোনও রনজি ম্যাচই হয়নি। হিমাচল প্রদেশ তাদের দুই ম্যাচ খেলেছে পুদুচেরি ও দিল্লিতে, এবং দুটোই ড্র হয়েছে।
ডিপ ফেক, এআই ভিডিও থেকে সাবধান থাকুন
ভাইরাল ভিডিওটি বাস্তব নয়। এটি AI ব্যবহার করে তৈরি ভুয়ো ফুটেজ, যা ভুল দাবি ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে। বর্তমান প্রযুক্তির যুগে AI দিয়ে বিভ্রান্তিকর ভিডিও তৈরি করা খুব সহজ। তাই কোনো ভিডিও দেখেই আতঙ্কিত হবেন না, শেয়ার করার আগে যাচাই করুন। ফেক ভিডিও, deepfake বা AI দিয়ে তৈরি কনটেন্ট চিনতে সতর্ক থাকুন। সত্য যাচাই করে নিন, নয়তো আপনি-ই ভুল তথ্য ছড়াতে সাহায্য করতে পারেন।