Mysterious Hat Mother (Photo Credit: X)

তামিলনাড়ু: আমাদের দেশে বহু মানুষ রয়েছেন যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন। আমাদের আশেপাশেই এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা  খুব সাধারণ কিছু জিনিষ বা ব্যক্তিকে বিশেষ এক ক্ষমতা সম্পন্ন বলে বিশ্বাস করেন। এইরকম একটি অন্ধবিশ্বাসের বড় উদাহরণ হলো তামিলনাড়ুর টোপি আম্মা (Topi Amma), বা হ্যাট মা (Hat Mother)। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই তাঁর ছবি এবং ভিডিও দেখা যায়, অনেক ভিডিওতে দেখা যায় টোপি আম্মা তিরুভান্নামালাইয়ের রাস্তা দিয়ে হাঁটছেন এবং তাঁর পিছনে বহু মানুষ ভিড় করে রয়েছেন। টোপি আম্মাকে সবসময় একটি  ছেঁড়া-ফাটা লম্বা স্কার্ট সঙ্গে ফুলহাতা শার্ট এবং একটি টোপি পরে থাকতে দেখা যায়, সারাক্ষণ টোপি পরে থাকায় তিনি টোপি আম্মা নামেই পরিচিত। তামিলনাড়ুতে টোপি আম্মার জনপ্রিয়তা তুঙ্গে, বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে টোপি আম্মার খ্যাতি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে পড়েছে।

টোপি আম্মা কে?

অনলাইনে ভাইরাল হওয়া ভিডিও অনুসারে, টোপি আম্মা তামিলনাড়ুর তিরুভান্নামালাইয়ে জনপ্রিয় ব্যক্তি। সেখানকার স্থানীয়রা টোপি আম্মার থেকে আশীর্বাদ নিয়ে থাকেন, তাঁদের বিশ্বাস টোপি আম্মার থেকে আশীর্বাদ নিলে তাঁদের জীবনে ভালো কিছু ঘটবে। স্থানীয়রা বিশ্বাস করেন টোপি আম্মার মধ্যে রহস্যময় ক্ষমতা রয়েছে। তাঁর উচ্ছিষ্ট খাবারকে প্রসাদ হিসেবে খেয়ে থাকেন বহু ভক্ত। তবে আশ্চর্যের বিষয় হলো টোপি আম্মা গুরুতর ডিমেনশিয়ায় ভুগছেন, তাঁকে ঘিরে যে মিথ প্রচার হয়েছে, সে সম্পর্কে তিনি কিছুই জানেন না।

টোপি আম্মার ভাইরাল ভিডিও দেখুন