নয়াদিল্লি: অনবদ্য নজির গড়ল জাপানের কিংবদন্তি রকব্যান্ড স্ক্যান্ডাল। একই মিউজিসিয়ানদের নিয়ে সবচেয়ে দীর্ঘ সময় ধরে পারফর্ম করার জন্য গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness World Record) নাম উঠেছে স্ক্যান্ডাল (SCANDAL) ব্যান্ডের। উল্লেখযোগ্য বিষয় হলো এটি মহিলাদের রকব্যান্ড এবং তারাই দুনিয়ার একমাত্র রকব্যান্ড যারা দীর্ঘদিন ধরে একই পারফর্মারদের নিয়ে লাগাতার সঙ্গীত পরিবেশন করে আসছে। আরও পড়ুন : Made in Oven: ‘মেড ইন হেভেন ২’ ওয়েব সিরিজের পাশে আমুল! মজার বিজ্ঞাপনে সোশ্যাল মিডিয়া তোলপাড়
জাপানের জনপ্রিয় ও কিংবদন্তি এই রকব্যান্ড পেশাদারি যাত্রা শুরু ২০০৬ সালের ২৮ অগস্ট। ২০২৩ সালের ২১ অগাস্ট পর্যন্ত ধরলে স্ক্যান্ডাল ১৬ বছর ৩৫৮ দিন ধরে অ্যাক্টিভ সঙ্গীতের দুনিয়ায়। ২০০৬ সালে জাপানের ওসাকার ডান্স অ্যান্ড ভোকাল স্কুলের ৪ জন জুনিয়র ও সিনিয়র হাইস্কুল ছাত্রী মিলে এই রকব্যান্ডের জন্ম দিয়েছিল। আর সবচেয়ে বড় কথা হলো তাঁদের প্রফেশনাল বন্ডিং এখনও অটুট।
দেখুন টুইট
Congratulations to @GWR Guinness World Records record holders @scandal_band!!! They’re officially the “Longest running rock band with the same musicians (female)” in the world!!! 🌎 🚀 🎶 pic.twitter.com/YA0wIJyIcY
— 𝕵𝕻𝖀 𝕽𝖊𝖈𝖔𝖗𝖉𝖘 (@JPUrecords) August 22, 2023