Jacinda Ardern Visits Radha Krishna Temple: রাধা-কৃষ্ণ মন্দিরে প্রার্থনা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্নের, দেখুন ভিডিয়ো
রাধা-কৃষ্ণ মন্দিরে প্রার্থনা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্নের (Photo Credits: Twitter)

অকল্যান্ড, ৯ অগাস্ট: সর্ব-ধর্ম সমন্বয়ে বিশ্বাসী নিউজিল্যান্ডের (New Zealand) প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন (Jacinda Ardern)। গতকাল তিনি অকল্যান্ডের একটি হিন্দু মন্দিরে যান। মন্দিরে ঢোকার পরেই তাঁর কপালে টিকা পরিয়ে দেন পুরোহিত। হলুদ উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানান। হাতে ফুল দেন। কিছুক্ষণ প্রার্থনা করেন আর্ডার্ন। পরে পুরী, ছোলা, ডাল ও প্রসাদ খান। প্রধানমন্ত্রীর মন্দির দর্শনের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিয়োতে আর্ডের্নকে গাড়ি থেকে নেমে হাত জোড় করে নমস্তে বলতে শোনা যায়। জুতো খুলে ভক্তি সহকারে ঢোকেন অকল্যান্ডের এক রাধা-কৃষ্ণের মন্দিরে। মন্দিরে প্রবেশের করতেই শঙ্খের ধ্বনি দেওয়া হয়। পুরোহিত সংস্কৃত মন্ত্র জপ শুরু করেন। পুজা চলার পর্যন্ত হাতজোড় করে দাঁড়িয়ে থাকেন জেসিন্ডা। এরপর পুরোহিত তাঁর কপালে টিকা লাগিয়ে দেন ও একটি পবিত্র কাপড় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। আরও পড়ুন: Australia: ১৬ বছর পর খুঁজে পাওয়া গেল হারানো ব্যাগ, মালিকের হাতে তুলে দিল পুলিশ

নিজের দেশে ভীষণ জনপ্রিয় জেসিন্ডা। করোনাভাইরাস অতিমারী পরিস্থিতি যেভাবে সামলাচ্ছেন, তাতে তাঁর প্রশংসায় মুখর অনেকে। গত বছর মসজিদে সন্ত্রাসবাদী হামলার পর বেশ দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামলেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।