'Iguanas Could Fall From Trees': ফ্লোরিডায় ভয়াবহ ঠাণ্ডা, শীতে জমে গাছ থেকে পড়ে মৃত্যু একের পর এক গোসাপের, দেখুন ভিডিয়ো
Iguana (Photo Credit: Twitter)

চলতি মরশুমে অত্যধিক ঠাণ্ডার জেরে ফ্লোরিডার অবস্থা ভয়াবহ। অত্যাধিক ঠাণ্ডার জেরে মানুষের সঙ্গে পশু পাখির অবস্থাও বেশ খারাপ। প্রকৃতির  খামখেয়ালিপনায় এমনই একটি ভয়াবহ ছবি চোখে পড়ল ফ্লোরিডায় ( Florida)। যেখানে গাছ থেকে পড়ে যেতে দেখা গেল ইগুয়ানা (Iguana) অর্থাৎ গোসাপকে। গোসাপের রক্ত এমনিতেই ঠাণ্ডা। ফলে ৪ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রায় গাছ থেকে মাটিতে পড়ে মৃত্যু হচ্ছে একের পর এক গোসাপের। ফ্লোরিডায় এমনই এক ছবি প্রকাশ্যে আসতে সেখানকার পরিবেশবিদরা চিন্তায়। দেখুন সেই ভিডিয়ো...

 

তবে অত্যধিক ঠাণ্ডায় (Cold Weather)অনেক গোসাপ গাছ থেকে পড়ে গলেও, বেশ কিছু জীবিত থাকছে। ঠাণ্ডায় জমে গিয়ে অসাড় হয়ে গাছ থেকে পড়ে যাচ্ছে গোসাপগুলি।

আরও পড়ুন:  Salman Khan: ক্যাটরিনার বিয়ে নিয়ে শেষে মুখ খুললেন সলমন খান, জল্পনা

গোসাপ সাধারণত গাছের উপরের দিকে ডালে ঘুমোয়। ঠাণ্ডার জেরে ঘুমন্ত অবস্থাতেই তাদের শরীর ঠাণ্ডা হয়ে যাচ্ছে। ফলে গাছ থেকে জমে গিয়ে পড়ে যাচ্ছে গোসাপগুলি। যা দেখে চিন্তায় পরিবেশবিদরা।