দিল্লি, ২৯ অগাস্ট: গুরুগ্রাম থেকে এবার একটি শিউরে ওঠা ভিডিয়ো সামনে এল। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে, গুরুগ্রামে দিনের আলোয় ব্যস্ত রাস্তায় এক ব্যক্তি শুয়ে রয়েছেন। তবে অপ্রকৃত অবস্থায়। অর্থাৎ মদ্যপ অবস্থায় রাস্তার উপর শুয়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে।
মদ্যপ অবস্থায় ওই ব্যক্তি যখন রাস্তার উপর শুয়ে থাকেন, সেই সময় প্রায় তাঁর গায়ের উপর উঠে গেল একটি গাড়ি। ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় কীভাবে ওই ব্যক্তির গায়ের তুলে নিজের বাহন তুলে দিতে পারলেন চালক, তা দেখে প্রত্যেকে অবাক হয়ে যান।
ওই ঘটনার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আসেন চালক। গাড়ি থেকে নেমে ওই মদ্যপ ব্যক্তি ঠিক আছেন কি না, তা দেখে সেখান থেকে চটপট চলে যান। গাড়ির চাকার নীচ থেকে কোনওক্রমে ওই ব্যক্তি বেঁচে গেলেও, তাঁর আঘাত লাগে।
ব্যাথা, যন্ত্রণায় তিনি রাস্তার উপর কুকড়ে যান। যা দেখে আশপাশের মানুষজন তাঁর কাছে এগিয়ে যান। তবে ওই গাড়ি চালককে আর সেখানে থাকতে দেখা যায়নি। তিনি গাড়ি নিয়ে অমানুষের মত সেখান থেকে পালিয়ে যান।
গুরুগ্রামের ভরা রাস্তায় এমন জঘন্যতম কাণ্ড ঘটিয়ে কীভাবে ওই গাড়ি চালক সেখান থেকে সরে যেতে পারেন, তা নিয়ে বহু মানুষ প্রশ্ন তোলেন। সেই সঙ্গে ওই গাড়ি চালকের বিরুদ্ধে জোরদার সমালোচনাও শুরু হয়ে যায়।
দেখুন সেই ভিডিয়ো যেখানে এক ব্যক্তির উপর গাড়ি তুলে দেন চালক...
#Watch | A shocking video from Gurugram: An SUV drove over a drunk man lying on the road. He miraculously survived with minor injuries. pic.twitter.com/vv5IbIG8wA
— NDTV (@ndtv) August 29, 2025