Sara Tendulkar: আজ, রবিবার হোবার্টে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০ ম্যাচে দর্শকাসানে দেখা যায় ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরের মেয়ে সারাকে। শুভমন গিল ব্যাট করার সময় বারবার টিভি ক্যামেরায় ধরা হয় সারা তেন্ডুললকরকে। আসলে টিম ইন্ডিয়ার টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক শুভমন গিলের সঙ্গে সচিন কন্যার ব্যক্তিগত সম্পর্কটা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় অনেক জল্পনা রয়েছে। যদিও গিল ও সারাকে সেভাবে কখনই পাশাপাশি দেখা যায়নি। তবু সচিনের জামাই হিসাবে শুভমন গিলের পরিচয় দিয়ে নানা সময় সোশ্যাল মিডিয়ায় ঠাট্টা করা হয়। সেই সারাকে এদিন গিলের ব্যাট চলাকালীন উপভোগ করতে দেখা যায়। কিন্তু এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও নিয়ে বেশ জল্পনা চলছে।
ভাইরাল ভিডিওয় সারা তেন্ডুলকরের পাশে বসে কে!
সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও ক্লিপে দেখা যায়, হোবার্ট টি-২০-তে টিম ইন্ডিয়ার ইনিংসের চতুর্থ ওভারে গিল যখন ব্যাট করছেন, তখন স্টার স্পোর্টসের ক্যামেরায় ধরা হয় সারা তেন্ডুলকরকে। দেখা যায় সারা তেন্ডুলকর বেশ মন দিয়েই খেলা দেখছেন। সারার ঠিক পাশে বসেই খেলা দেখছিলেন সবুজ পোশাক পরা এক তরুণী। চোখে চশমা পরে সেই তরুণী খেলা দেখতে দেখতে কিছু একটা খাচ্ছিলেন।
দেখুন হোবার্টের গ্যালারির সেই ভিডিও
Sara Tendulkar and Mia Khalifa seen in a match to support shubman gill pic.twitter.com/vjjrIEmnGU
— 𝙇𝙊𝙑𝙀⚡️ (@8T2_Mohali) November 2, 2025
Fact Check: মিয়া খলিফার পাশে বসে ম্যাচ দেখছিলেন সারা তেন্ডুলকার? ভাইরাল ভিডিওর সত্যতা কী?
সোশ্যাল মিডিয়ায় 'তিলকে তাল' করার একটা প্রবণতা রয়েছে। এই ভাইরাল ভিডিওতে দাবি করা হয়, সারার পাশে বসা সেই মহিলা নাকি পর্ন তারকা মিয়া খালিফা। কিন্তু পরিষ্কার বোঝা যায়, সারার পাশে হোবার্টের গ্যালারিতে বসে তাকা সেই মহিলার মোটেও মিয়া খালিফা নন। অনেকেই এই ভুয়ো দাবির ভিডিওর সমালোচনা করছেন। অনেকে আবার বলছেন, নিছকই ঠাট্টা করে এই পোস্ট করা হয়েছে। শেষ পর্যন্ত ওয়াশিংটন সুন্দরের অবিশ্বাস্য ইনিংসে ভর করে হোবার্ট টি-২০-তে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফেরে টিম ইন্ডিয়া।