Rahul Gandhi and lawyer Syed Mehmood Hasan. (Photo Credits:X)

Fact Check Amit Malviya's Claim: ২০২২ সালে ভারত জোড়ো যাত্রা চলাকালীন ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত কথা নিয়ে এক মামলার শুনানিতে এদিন লখনৌয়ের এমপি-এমএলে স্পেশাল মেজিস্ট্রেট আদালতে হাজির হন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ব্যক্তিগত ২০ হাজার বন্ডে রাহুল গান্ধীকে জামিন দেন বিচারপতি অলোক ভর্মা। এই মামলার পরবর্তী শুনানি ১৩ অগাস্ট। রাহুলকে নিয়ে এদিন লখনৌয়ের এই আদালতের আইনজীবীদের মধ্যে হুড়োহড়ি পড়ে যায়। কয়েকজন আইনজীবীকে রাহুলের সামনে তার প্রশংসা করতেও দেখা যায়। বেশ কয়েকজন আইনজীবী রায়বারেলির সাংসদ রাহুলের সঙ্গে সেলফিও তোলেন। রাহুল হাসিমুখে তাদের সঙ্গে সেলফিতে থাকেন।

এই ইস্যুতে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি ছবি পোস্ট করে দাবি করেন, বিচারপতি যে রাহুল গান্ধীর সঙ্গে সেলফি তুলছেন, তিনি দেশের সেনা ও সাহসী জওয়ানদের অপমান করেছেন।

কিন্তু অমিত মালব্যের এই দাবি পুরোপুরি মিথ্যা প্রমাণ হয়। অমিত মালব্যের এই দাবি ফ্যাক্ট চেক করার পর দেখা যায়, যে ছবিটি তিনি পোস্ট করেছেন, সেই ছবিতে যিনি রাহুল গান্ধীকে ফ্রেমে রেখে সেলফি তুলছেন, তিনি হলেন আইনজীবী/উকিল সঈদ মেহমুদ হাসান। তিনি একেবারেই আদালতের বিচারপতি নয়।

দেখুন এই বিষয়ে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে কী লিখলেন

পোস্টটি পরে ডিলিট করে দেন অমিত মালব্য

ফ্যাক্ট চেকে ধরা পড়ে যাওয়ার পর মালব্য তার সেই পোস্ট ডিলিট করে দেন। কিন্তু বিজেপি সমর্থকদের সোশ্য়াল মিডিয়া পোস্টে সেটি এখনও ভাইরাল।