নয়াদিল্লি: সেলিব্রিটি শেফ রণবীর ব্রার (Ranveer Brar) তাঁর চমৎকার রেসিপি জন্য সোশ্যাল মিডিয়ায় বিশেষ জনপ্রিয়। তিনি ইউটিউবে প্রায় প্রতিদিনি বিভিন্ন রেসিপির মাধ্যমে কীভাবে ভালো রান্না করতে হয় তা শেখান। রণবীরের রান্নার পদ্ধতি এতটাই আশ্চর্যজনক যে অনেকেই তাঁর মতো হতে চান। শেফ হওয়ার পাশাপাশি অভিনয় জগতেও প্রবেশ করেছেন রণবীর। এবার রণবীর তাঁর প্রথম রেস্তোরাঁ খুলেছেন দুবাইয়ে। এই রেস্টুরেন্টের একটি খাবার সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে।
আরও পড়ুন: Rajiv Gandhi Zoo: খাঁচা থেকে উধাও চিতাবাঘ, চিড়িয়াখানা জুড়ে টহলদারি, দেখুন ভাইরাল সিসিটিভি ফুটেজ
রণবীর ব্রারের রেস্টুরেন্টের নাম কাশকান। এই রেস্তোরাঁর একটি খাবার ভাইরাল হচ্ছে, সেটি হল স্পেশাল ডাল। যার মধ্যে সোনা মিশিয়ে দেওয়া হয়। রণবীর এতে ২৪ ক্যারেট সোনার পাউডার ব্যবহার করেছেন, যার কারণে এটি ভাইরাল হচ্ছে। এরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ডালের নাম দেওয়া হয়েছে '২৪ ক্যারেট গোল্ডেন টেম্পারিং ডাল'।
দেখুন
View this post on Instagram