Crocodile, Representational Image (Photo Credit: File Photo)

Crocodile Attack: একেবারে কুম্ভীর বিভ্রাট। ইন্দোনেশিয়ায় লোকালেয়ে কুমির ঢুকে পড়ে আক্রমণের ঘটনা নতুন নয়, তবে এবার যা হল তা একেবারে চোখ উল্টে যাওয়ার মত ঘটান। দক্ষিণ ইন্দোনেশিয়ায় সম্প্রতি রেকর্ড বৃষ্টির পর কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতি হয়। জলে ডুবে যায় বহু বাড়ি। এমন এক বন্য়ার জলে ডুবে যাওয়া এক বাড়িতে ঘাপটি মেরে বসেছিল একটি কুমির। বাড়ির অন্তঃসত্ত্বা মহিলা রান্নাঘরে কোনও একটা কাজে গিয়েছিলেন। ঘরের মেঝেতে তখন বেশ জল জমে। রান্নাঘরে সেই অন্তঃসত্ত্বা মহিলা ঢুকতেই কোণ থেকে বেরিয়ে এসে তাঁর পা টেনে নিয়ে চলে যায় কুমিরটি। মহিলা আতর্নাদ করে উঠলে তার বোন ছুটে যায়। গোটা রান্নাঘরের মেঝেতে রক্তের দাগ দেখে সে বাইরে ছুটে যায়।

রান্নাঘর থেকে নদীতে টেনে নিয়ে গিয়ে মহিলাকে মেরে ফেলল কুমির

এরপর কুমিরটি অন্তঃসত্ত্বা মহিলা নদীতে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলে। কিছুক্ষণ পর সেই মহিলার দেহ নদীর জলে ভেসে ওঠে। ময়নাতদন্তে তাঁর মৃত্য়ুর কারণে কুমিরের আক্রমণের কথাই বলা হয়েছে। কুমিরটি মহিলার ডান পা ভেঙে নদীর ধারে ফেলে যায়।

ইন্দোনেশিয়ায় কুমিরের হামলা

ইন্দোনেশিয়ায় কুমিরের হামলায় বহু মানুষ মারা যান

ইন্দোনেশিয়ায় ১৪ ধরনের কুমির দেখা যায়। তাদের মধ্য়ে লবণজলে থাকা এক প্রজাতির হিংস্র কমির আছে যারা একটা স্কুল বাসের থেকেও লম্বায় বড় হয়। গত বছর কুমিরের আক্রমণে ইন্দোনেশিয়ায় ৯২ জন মারা যান। দেশজুড়ে মোট ১৭৯টি কুমিরের হামলার ঘটনা ঘটে।