Photo Credits: X@sohansingh05

বোকারো: শনিবার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো ভাইরাল (Viral video) হয়েছে। যাতে পুলিশের নৃশংস আচরণ দেখে নিন্দায় সরব হয়েছেন সবাই।

কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কয়েকজন মহিলা পুলিশকর্মী (Lady cop) পায়ে দড়ি বেঁধে (Tie Thief’s Legs) এক মহিলাকে রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে (Drag) নিয়ে যাচ্ছে থানায়। আশেপাশে প্রচুর মানুষ তা দেখছে বা মোবাইলে ভিডিয়ো তুলছে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) বোকারো (Bokaro)-তে।

সূত্রের খবর, চুরির অভিযোগে ওই মহিলাকে তার স্বামীর সঙ্গে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু, কোনওক্রমে সে পুলিশের হাত থেকে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে পায়ে দড়ি বেঁধে রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যায়। আরও পড়ুন: Uttar Pradesh: শিক্ষার্থীকে নির্মম মারধর! প্রতিবাদ করায় সহকর্মীকে জুতো খুলে পেটালেন প্রধান শিক্ষিকা, দেখুন ভিডিও

দেখুন ভিডিয়ো: