উত্তরপ্রদেশের সুলতানপুরে এক শিক্ষিকার নৃশংস রূপ দেখা গেল। ছাত্রীকে নির্মমভাবে শাস্তি দিচ্ছেন শিক্ষিকা, তা দেখে অন্যান্য শিক্ষার্থীরা ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই শাস্তি দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে শিক্ষিকা ছাত্রীটির মাথার চুল টেনে ধরে ঘুর দিচ্ছেন। যে সহকর্মী এই ঘটনাটার ভিডিও করেছন তিনি বিষয়টির প্রতিবাদ করায় তাঁকে ওই শিক্ষিকা নিজের পায়ের জুতো খুলে মারতে শুরু করেন। সূত্রের খবর শিক্ষিকার নাম শশীবালা সিং তিনি ওই স্কুলে প্রধান শিক্ষিকার পদে রয়েছেন। মারধরের এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছয়। শিক্ষিকাকে বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।
দেখুন
शिक्षा के मंदिर में शिक्षिका के शर्मनाक संस्कार..!#VideoViral pic.twitter.com/EnLvXtHmgw
— Himanshu Tripathi (@himansulive) October 20, 2023