
ছত্তিশগড়ে চাঞ্চল্যকর ঘটনা। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের খুঁটি বা হাইটেনশন টাওয়ারে সটান উঠে গেল প্রেমিকা। প্রেমিকের ওপর রাগ দেখিয়ে একেবারে স্পাইডারম্যানের কায়দায় হাই টেনশন বিদ্যুতের টাওয়ারে তরতর করে উঠে গেল প্রেমিকা। প্রেমিকার রাগ ভাঙাতে প্রেমিকও চড়তে শুরু করল হাইটেনশন টাওয়ার। প্রেমিক যত ওঠে, রাগ বেড়ে প্রেমিকা আরও অনেকটা উঠে যেতে থাকে হাইটেনশন টাওয়ারে। কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বিপদ, আঁচ করেই স্থানীয় বাসিন্দারা ভয়ে কাঁটা।
একটু এদিক ওদিক হলেই মৃত্যু অবধারিত ছিল। যেস্থানীয়রা বিষয়টি দেখে খবর দেয় পুলিশকে। হাই টেনশন তারে বিদ্যুত সংযোগ প্রক্রিয়া শুরুর চেষ্টা হয়। আধ ঘণ্টার চেষ্টায় প্রেমিক-প্রেমিকাকে নিরাপদে নামিয়ে আনে পুলিশ। পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
দেখুন ভিডিয়ো
छत्तीसगढ़: प्रेमी से नाराज प्रेमिका हाई टेंशन टावर पर चढ़ी, मनाने के लिए प्रेमी भी चढ़ा
◆ आधे घंटे बाद दोनों नीचे उतरे, पुलिस मामले की जांच में जुटी #Chhattisgarh #ViralVideo | Chhattisgarh pic.twitter.com/RnIKtu91co
— News24 (@news24tvchannel) August 6, 2023
মাস দুয়েক আগে ছত্তিসগঢ়ের কোরবা জেলার মানেন্দ্রগড়ে মানসিক ভাবে বিপর্যস্ত এক যুবক হাইটেনশন টাওয়ারে উঠেছিল।