লন্ডন, ৫ অগাস্ট: লাইভ টিভিতে রিপোর্টিংয়ের সময় হঠাৎ করেই ডুবে গেল গাড়ি। ক্যামেরার সামনে সাংবাদিক রিপোর্টিং করতে করতেই গোটা একটি গাড়ি (Car) জলে ডুবে যায়। টেলিভিশনের (Live Television) পর্দায় সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Viral) হয়ে যায় হু হু করে।
দেখুন...
— Brian Floyd (@BrianMFloyd) August 4, 2021
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বুম হাতে নিয়ে রিপোর্টিং করার সময় ওই ঘটনা ঘটে। টেলিভিশনের পর্দায় মানুষ যখন ওই দৃশ্য দেখেন, কার্যত চমকে ওঠেন। তবে ওই গাড়ির মধ্যে কেউ ছিলেন না। ফলে জলে ডুবে গেলেও কেউ হতাহত হননি।
আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: হুবহু ঐশ্বর্য, রাইয়ের 'হমশকল'-এ মুগ্ধ নেট জনতা
টেলিভিশনের পর্দায় সাংবাদিকের সামনে গাড়ি ডোবার ভিডিয়ো প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। পাশাপাশি নেটিজেনদের মধ্যেও জোরদার আলোচনা শুরু হয়ে যায়। আস্ত একটি গাড়ি কীভাবে জলে ডুবে গেল, তা নিয়ে চমকে ওঠেন অনেকেই।