Aishwarya Rai Bachchan: হুবহু ঐশ্বর্য, রাইয়ের 'হমশকল'-এ মুগ্ধ নেট জনতা
ঐশ্বর্যর হমশকল, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৪ অগাস্ট: কথায় আছে, এই দুনিয়ায় ৭ জন হুবহু আপনার মতো দেখতে মানুষ রয়েছেন। কেউ কেউ অবশ্য এ কথায় বিশ্বাস করেন না কিন্তু হমশকলদের অস্তিত্ব রয়েছে এই পৃথিবীতে। সাধারণ মানুষের হমশকল খুঁজে পাওয়া বেশ কিছুটা কঠিন হলেও, তারকাদের মতো দেখতে অনেককেই দেখা যায় মাঝে মধ্যে। ঐশ্বর্য রাইয়ের (Aishwarya Rai Bachchan) হমশকলের দেখা এর আগেও মিলেছে। এবার ফের রাইয়ের হমশকল (Doppelganger) আশিতা সিংয়ের রূপে মুগ্ধ নেটিজেনরা।

সম্প্রতি আশিতা সিংয়ের (Aashita Singh) বেশ কিছু ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা দেখে প্রথম দফায় আশিতাকে হুবহু ঐশ্বর্য রাইয়ের মতোই দেখতে লাগবে।

দেখুন ঐশ্বর্য রাইয়ের হমশকল আশিতা সিংকে..

 

 

View this post on Instagram

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত এর আগে বলিউডেই (Bollywood) ঐশ্বর্যর হমশকলের দেখা মেলে। স্নেহা উলাল যখন সলমনের বিপরীতে 'লাকি'-তে অভিনয় করেন, তখন থেকেই তাঁকে রাই সুন্দরীর হমশকল বলে চিহ্নিত করা হয়।