ভয়াবহ জোড়া বিস্ফোরণে কেঁপে গেছে লেবাননের (Lebanon) রাজধানী বেইরুট। মৃতের সংখ্যা শতাধিক। আহতের সংখ্যা অগুন্তি। সবমিলিয়ে বিধ্বস্ত বেইরুট। ভয়ঙ্কর এই ঘটনার সমবেদনা জানাল দুবাইয়ের বুর্জ খালিফা। লেবাননের জাতীয় পতাকায় সেজে উঠল দুবাইয়ের সবচেয়ে বড় বিল্ডিং। এই বিস্ফোরণের জেরে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি শোকপ্রকাশ জানাল দুবাই। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব দিনটি 'জাতীয় কালা দিবস'-র তকমা দিয়েছেন।
they lit the pyramids in egypt as lebanon's flag in respect for them and again please lebanese oomfs stay safe🥺 pic.twitter.com/rEN28zjkYN
— ᴢᴇɪً⁷𖧵 | ia (@tinitinytaegi) August 4, 2020
تعازينا لأهلنا في لبنان الحبيبة! اللهم ارحم من انتقلوا إليك.. اللهم الطف بأهلها.. اللهم ألهم شعب لبنان الصبر والسلوان#BurjKhalifa lights up in solidarity with our brothers and sisters in #Lebanon pic.twitter.com/VRR00hXiUM
— Burj Khalifa (@BurjKhalifa) August 4, 2020
বুর্জ খালিফার তরফে তুলে ধরা হয়েছে এই ছবি। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, 'লেবাননের যে সমস্ত ভাই-বোনেরা প্রাণ হারিয়েছেন, তাঁদের শ্রদ্ধা।' অন্যদিকে, ইজিপ্টের গিজা পিরামিডেও বিস্ফোরণে নিহত শ্রদ্ধাদের সম্মান জানাতে লেবাননের পতাকায় আলোকিত করা হয়েছে। #PrayForLebanon এবং #prayforbeirut ট্যাগ টুইটারে রীতিমত ট্রেন্ড করছে। ভালবাসার মানুষকে আকস্মিক হারানোর যন্ত্রনায় কাতর সকলে।