Rajasthan Heatwave: বালিতে ডিম সেদ্ধ করলেন বিএসএফ জওয়ান, ভিডিও ভাইরাল
BSF Jawan Boils Egg in Sand (Photo Credit: X)

রাজস্থান: দেশের অনেক স্থানে তীব্র তাপপ্রবাহ (Heatwave) চলছে। মানুষের পক্ষে এত তাপ সহ্য করা কঠিন হয়ে পড়ছে। গতকাল অনেক স্থানে তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৪৮ ডিগ্রি। রাজস্থানের (Rajasthan) বিকানেরে তাপপ্রবাহ সহ্য করা আর যে সহজ হচ্ছে না তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

বিকানেরের এক বিএসএফ জওয়ান (Border Security Force) একটি ভিডিও তৈরি করেছেন, ভিডিওতে জওয়ানকে বালিতে ডিম সেদ্ধ করতে দেখা যায়। বালির মধ্যে ডিম ঢেকে রাখেন ওই জওয়ান, কিছুক্ষণ পর ডিমটি বালি থেকে বের করে খোসা ছাড়িয়ে নিলে ডিমটি সেদ্ধ ডিমের মতো শক্ত হয়ে যায়। তিনি সেই ডিমটি খেয়েও নেন।

দেখুন

বৃহস্পতিবার দেশের উষ্ণতম স্থান ছিল রাজস্থানের বারমের (Barmer)। তাপপ্রবাহের (Heat Wave) জেরে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।