দিল্লি, ৫ নভেম্বর: আপেলের (Apple) গায়ে যে স্টিকার থাকে তা কীসের জন্য? ভাল আপেল বলে বাজারে যে ফলগুলি বিক্রি করা হয়, সেখানে লাগানো স্টিকারের নীচে থেকে কি বিষ দেওয়া হয় ইঞ্জেকশনর মাধ্যমে? সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। যেখানে আপেলে বিষ ইঞ্জেকশন দেওয়া হচ্ছে এবং সেই গর্ত থেকে যাতে মানুষের নজর এড়িয়ে যায়, তার জন্য স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে। এমন দাবি করা হয়। আপেলে বিষ মেশানো ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, এমন দাবি নিয়ে যে ভিডিয়ো তৈরি করা হয়, তা ভাইরাল হয়ে যায় হু হু করে। পাশাপাশি ওই ভিডিয়ো নিয়ে একাধিক দাবি সামনে আসতে শুরু করেছে।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো...
What is this? Another form of Jihaad? Looks like they injected some form of poison and covered it with a sticker. Check very carefully before buying. They resorted to war. pic.twitter.com/JJf0Sv5yAw
— Tathvam-asi (@ssaratht) November 2, 2024
তবে আপেলে বিষে মেশোনা হচ্ছে, এমন দাবির সত্যতা যাচাই করতে ফ্যাক্ট চেক করা হয়। যেখানে স্পষ্ট জানানো হয়, আপেলের গায়ে যে গর্ত থাকছে, তা পোকামাকড় তৈরি করে। ওই গর্ত কোনও ইঞ্জেকশন দিয়ে তৈরি করা হয় না। অর্থাৎ বাজার চলতি আপেলে বিষ মশানো হচ্ছে বলে যে দাবি করা হয়, তা পুরোপুরি ভুয়ো। মিথ্যে রটনা।
ইঞ্জেকশনের মাধ্যমে আপেলে বিষ মেশানো হচ্ছে বলে যে দাবি করা হয়, তা পুরোপুরি ভুয়ো...
The tiny holes in apples are pretty common. These are caused by caused by pests like codling moth larvae or apple maggot flies. The seller intentionally hid the infested apples with a sticker. pic.twitter.com/Vfx6JM2xB3
— Karthik Kalyan (@carthik1988) November 2, 2024
গাছে যখন আপেল থাকে, যে কোনও পোকামাকড় সেখানে গর্ত তৈরি করে দিতে পারে। সেই গর্ত ঢাকতে বিক্রেতারা ইচ্ছে করে আপেলের গায়ে স্টিকার লাগিয়ে দেন। তবে সেখানে কোনও বিষ ইঞ্জেকশনের বিষয় থাকে না বলে স্পষ্ট জানানো হয়।
দেখুন ফ্যাক্ট চেকের ভিডিয়ো, যা ভুয়ো দাবিকে নস্যাৎ করে দেয় এক মুহূর্তে...
WTH. Have u ever been to apple orchard. This is done by scab, type of fungal disease. Systematic or contact Fungicide is used for it to keep it away from such diseases. This hole is made by fungus. Not anything injected there. You crack head do some research before publishing…
— Sumee Khan (@sheenmaharin) November 3, 2024