নতুন দিল্লি, ৩ মে: দেশজুড়ে হু হু করে ছড়াচ্ছে করোনাভাইরাসের নয়া স্ট্রেন৷ আক্রান্ত রোগীর পরিস্তিতি দ্রুতই সংকটজনক হয়ে উঠছে৷ অক্সিজেনই পারে তাঁকে সে মুহূর্তে বাঁচিয়ে রাখতে৷ মহামারীর গ্রাসে গোটা দেসে এখন অক্সিজেন সংকট৷ এই পরিস্থিতিতে আশঙ্কাজনক রোগীর জন্য অক্সিজেন খুঁজে সময় নষ্ট করবেন না৷ যত তাড়াতাড়ি পারেন, এই Aspidosperma Q 20 হোমিওপ্যাথি ওষুধের ফোঁটা এক কাপ জলে ফেলে খাইয়ে দিন, অক্সিজেন স্যাচুরেশন বেড়ে যাবে৷ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে রোগী৷ সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হতেই সত্যতা যাচাইয়ে নামে আয়ুষ মন্ত্রকের Fact Check সংস্থা৷ তাতেই জানা যায়, এই তথ্য ভুয়ো৷ আশঙ্কাজনক কোনও রোগীর ক্ষেত্রে এই হোমিওপ্যাথি ওষুধের ফোটা কোনওভাবেই কাজ করবে না৷ আরও পড়ুন-IPL2021: নাইট শিবিরে করোনার থাবা, অনিশ্চিত কেকেআর বনাম আরসিবি ম্যাচ
আয়ুষ মন্ত্রক দেশবাসীকে সতর্ক করে জানায়, সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট ঘুরছে৷ সেখানে দাবি করা হচ্ছে এই Aspidosperma Q 20 নামের হোমিওপ্যাথি ওষুধটি অক্সিজেনের বিকল্প হতে পারে৷ এবং দম বন্ধ হয়ে আসছে এমন রোগীকে ওষুধের এক ফোটা এক কাপ জলে ফেলে খাওয়ালে তাঁর শরীর সুস্থ হয়ে উঠবে৷ টুইটার বার্তায় এই তথ্যকে ভুয়ো এবং মিথ্যে বলেছে আয়ুষ মন্ত্রক৷ আরও এক টুইটে জানানো হয়েছে, কোনও সংকটজনক রোগী যিনি অক্সিজেনের অভাবে কষ্ট পাচ্ছেন তাঁর উপরে পরিবারের লোকজন যেন হাতুড়ে চিকিৎসা না করেন৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করা উচিত৷ নাহলে জীবনহানির আশঙ্কা দেখা দিতে পারে৷