ফতেপুর, ১১ অগাস্ট: বেশ খানিকক্ষণ ধরেই সিটের (Seat) তলায় কিছু একটা নড়াচড়া করছে বুঝতে পারেন এক ট্রাক চালক। ট্রাক থামিয়ে সিটের নীচে তাকাতেই তাঁর চক্ষু চড়কগাছ হয়ে যায়। দেখেন, সিটের নিচে শুয়ে রয়েছে মস্ত এক অজগর সাপ (Python)। মধ্যপ্রদেশের সাতনা (Satna) থেকে উত্তরপ্রদেশের ফতেপুর (Fatehpur) যাচ্ছিলেন পণ্যবাহী ট্রাকের ওই চালক।
সিটের নিচে কিছু একটা নড়াচড়া করছে, এটা টের পেয়ে বিন্দকিতে ট্রাক থামান চালক। সিটের তলায় নজর দিতেই দেখেন অজগর সাপ ঘাপটি মেরে পড়ে রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে আশপাশের লোকজনকে খবর দেন। খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ ও বন বিভাগের একটি দল। বন বিভাগের কর্মীরা অজগর সাপটিকে ট্রাকের সিটের নীচ থেকে বের করে। মেপে দেখা যায় সাপটি ১৫ ফুটেরও বেশি লম্বা। পরে অজগরটিকে বনে ছেড়ে দেওয়া হয়। আরও পড়ুন: Passenger Smoking Cigarette Inside Flight: মাঝ আকাশে বিমানের সিটে শুয়ে সিগারেটে সুখটান যাত্রীর! ভাইরাল ভিডিও
দেখুন ভিডিও:
ट्रक में अजगर से हड़कंप, UP के फ़तेहपुर की घटना#UP #FatehpurNews #Python #Truck #ViralVideo @_poojaLive pic.twitter.com/x5xUHo3Wzv
— News18 India (@News18India) August 11, 2022
ট্রাক চালক বলেন, "আমি এখনও হতবাক অবস্থায় আছি এই ভেবে যে আমি আমার সিটের নীচে অজগরটিকে নিয়ে এত দূরত্ব এসেছি।"