WhatsApp: পুরনো তথ্য হারিয়ে গিয়েছে? 'ডেট' দিয়ে খুঁজলেই কেল্লাফতে, হোয়াটস অ্যাপে নয়া ফিচার
WhatsApp (Photo Credits: WhatsApp)

হোয়াটস অ্যাপে (WhatsApp) এবার ফের নয়া ফিচার। এবার থেকে হোয়াটস অ্যাপের আপনার আগের চ্যাট খোঁজ করতে পারবেন নির্দিষ্ট তারিখ দিয়ে। নির্দিষ্ট তারিখ দিয়ে যদি চ্যাটের খোঁজ করেন, তাহলে আপনি তা চোখের সামনে পেয়ে যাবেন। হোয়াটস অ্যাপ থেকে চ্যাট (Chat)  হারিয়ে গেলে, নির্দিষ্ট তারিখ দিয়ে খুঁজলে যাতে তা সামনে আসে, এবার সেই ব্যবস্থাই করা হচ্ছে বলে খবর।

প্রসঙ্গত ২০২০ সালে হোয়াটস অ্যাপে প্রথম নির্দিষ্ট তারিখ দিয়ে চ্যাট খুঁজে বের করার ফিচার যোগ করা হয়। ২০২০ সালে নয়া ফিচার প্রকাশ্যে আনলেও, তা এখনও পর্যন্ত ফলপ্রসূ হয়নি। তবে বছর দুয়েক টানা কাজের পর এবার হোয়াটস অ্যাপে নির্দিষ্ট তারিখ দিয়ে পুরনো চ্যাট খুঁজলে তা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। খুব শিগগিরই ব্যবহারকারীরা হোয়াটস অ্যাপের এই নতুন ফিচারের সঙ্গে পরিচিত হতে পারবেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Air India Flight Catches Fire (Video): বিদেশের মাটিতে এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন, আহত ১৪ যাত্রী, দেখুন ভিডিয়ো

রিপোর্টে প্রকাশ, নির্দিষ্ট তারিখের পরিবর্তে কি ওয়ার্ড দিয়েই পুরনো কথপোকথন 'ইউজাররা' খুঁজে বের করতে পারবেন। এক্ষেত্রে শুধুমাত্র কি ওয়ার্ড দিয়েই পূর্বের চ্যাট 'ইউজাররা' খুঁজে বর করতে পারবেন বলে জানা যাচ্ছে।