দিল্লি, ১৩ সেপ্টেম্বর: এয়ার ইন্ডিয়ার বিমানে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে এয়া ইন্ডিয়ার বিমানে আচমকা আগুন ধরে যায়। যার জেরে ১৪ জন যাত্রীর আহত হওয়ার খবর মেলে। মাসকাট বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন লাগলে, সঙ্গে সঙ্গে সেখান থেকে যাত্রীদের সরানো হয়। এয়ার ইন্ডিয়ার বিমান থেকে কোনওক্রমে ১৪ জন যাত্রীকে সরিয়ে তাঁদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট বিমানে তুলে দেওয়া হয়।
বুধবার সকালে মাসকাট থেকে কোচিতে যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার ওই বিমানে। মাসকাট বিমানবন্দরে বিমানে আগুন লাগলে সঙ্গে সঙ্গে ১৪ জনকে সেখানে থেকে সরিয়ে দেওয়া হয়। তবে সরানোর আগেই ১৪ জন জখম হন।
Watch: Air India Express flight catches fire in Muscathttps://t.co/bE9vNPZGJY pic.twitter.com/6e8XnE8irm
— Times of Oman (@timesofoman) September 14, 2022
এয়ার ইন্ডিয়ার যে বিমানটি মাসকাট থেকে ছেড়ে ওমানে আসছিল, তাতে ১৪৫ জন যাত্রী ছিলেন। বিমানটি ওড়ার আগে সেটি থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এরপর তড়িঘড়ি সেখান থেকে যাত্রীদের সরানোর কাজ শুরু হয়।