Subho Dhanteras 2021 Wishes: এই ধনতেরাসে হোক ধনবর্ষা, বন্ধু স্বজনকে পাঠিয়ে দিন শুভেচ্ছা
Subho Dhanteras Wishes ( File Photo)

Subho Dhanteras 2021 Wishes In Bengali: আলোর  উৎসবের শুরুতেই রয়েছে ধনতেরাস। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ১৩দিনের দিন এই ধনতেরাস উদযাপিত হয়। ধন হল অর্থ আর তেরাস হল ত্রয়োদশী। এককথায় ধনত্রয়োদশী। এই দিনে লক্ষী ও কুবেরের পুজো করা হয়। মনে করা হয়, ধনতেরাসে গয়নাগাটি কিনলে বছরভর সংসারে ধনের অভাব হয় না। রাত পোহালেই ধনতেরাস, এই উপলক্ষে আত্মীয় পরিজনকে পাঠিয়ে দিন LatestLY বাংলার এই শুভেচ্ছা বার্তা।

Subho Dhanteras Wishes ( File Photo)

Messages: ধনতেরাসে লক্ষী বসুক সবার ঘরে। শুভ ধনতেরাস

Subho Dhanteras Wishes ( File Photo)

Messages:  ধন কুবের ও মা লক্ষীর আশীর্বাদে সমৃদ্ধি লাভ হোক, শুভ ধনতেরাস

Subho Dhanteras Wishes ( File Photo)

Messages:  শুভ ধনতেরাস