Durga Puja 2025: সাধারণ বাঙালিদের মধ্যে একটা বিষয় নিয়ে একটা বিশ্বাস চালু আছে। তা হল, না দুর্গা কিসে করে মর্ত্য়ে আগমণ ও গমন করবেন তার ওপর আমাদের অনেক কিছু নির্ভর করবে। এই যেমন, গতকাল, রাতে কলকাতায় যে রেকর্ড বৃষ্টিতে কার্যত বন্য়া পরিস্থিতি তৈরি হল, তাতে অনেকেই বলছেন, দেবী দুর্গা এবার নিশ্চই নৌকায় আসছেন। দেবী দুর্গার নৌকায় মর্ত্যে আগমণ মানেই বলে, ব্যাপক বৃষ্টি, বন্য়া। কিন্তু সেটা কি এবার হল? কী বলছে পঞ্জিকা। মা দুর্গার আগমন আমাদের জীবনে আশীর্বাদ ও শক্তি নিয়ে আসে, আর গমন রেখে যায় শৃঙ্খলা, ধৈর্য ও দায়িত্বের শিক্ষা। সপ্তমী ও দশমী সপ্তাহের কোন বারে পড়েছে তার ওপর নির্ভর করে মা দুর্গা এবার কিসে চড়ে মর্ত্যে আসবেন, আর কিসের মাধ্যমে স্বর্গে ফিরে যাবেন। শাস্ত্রমতে, দোলা, গজ বা হাতি, নৌকা ও ঘোটক বা ঘোড়া-এই চারটি বাহনের মাধ্যমে স্বর্গলোক থেকে মর্ত্যে আসেন দেবী দুর্গা। আর যেবার যে বাহনে চড়ে আসেন দেবী, সেবার সেই বাহনের প্রতীকীটাই আমাদের এখানে প্রভাব ফেলে। যেমন দেবী দুর্গা দোলায় এলে মহামারী, গজে এলে শান্তি, ঘোটকে এলে যুদ্ধ-বিগ্রহ, অশান্তি কিংবা বিপ্লব, আবার নৌকা এলে বন্যা হয়।
কোন বাহনে চড়ে এলে কী হয়
পঞ্জিকা অনুযায়ী, এ বছর দেবী দুর্গা গজে অর্থাৎ হাতির পিঠে করে মর্ত্যে আগমন করবেন। যার মানে হল, পৃথিবীতে শান্তি, সমৃদ্ধি এবং শস্য-শ্যামলা পরিবেশের ইঙ্গিত দেয়। গজে দেবীর আগমনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এটি মানবজাতির জন্য কল্যাণকর বলে বিবেচিত হয়। আবার দেবী ফিরবেন দোলায়।
এবার দেবী দুর্গার কোন বাহনে চড়ে আগমন ও গমন
দেবীর আগমন 'গজে'-
“রবৌ চন্দ্রে গজারূঢ়া, ঘোটকে শনি ভৌময়োঃ, গুরৌ শুক্রে চ দোলায়াং নৌকায়াং বুধবাসরে।” অর্থাৎ সপ্তমী বা দশমী যদি রবিবার এবং সোমবার হয়, তাহলে দুর্গার আগমন ও গমন হবে গজে অর্থাৎ হাতিতে। এর ফল- “গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা”।
দেবীর গমন দোলায়-
সপ্তমী বা দশমী যদি বৃহস্পতি ও শুক্রবারে হয় তাহলে দেবীর আগমন ও গমন হবে দোলায়। এর ফল- “দোলায়াং মরকং ভবেৎ”। দোলায় আগমন ও গমন সবচেয়ে অশুভ। দোলা পৃথিবীকে দুলিয়ে দিয়ে যায়।