National Girl Child Day (Photo Credit: Pixabay)

মুম্বই: আজ জাতীয় শিশুকন্যা দিবস (National Girl Child Day 2024)। এই উপলক্ষে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) মেয়েদের অদম্য ইচ্ছাশক্তি এবং বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের প্রশংসা করে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। আরও পড়ুন: PM Modi Reaction Over Bharatratna: কর্পূরি ঠাকুরকে ভারতরত্ন উপাধি, সন্তোষ প্রকাশ প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদীর

দেখুন

প্রতি বছর ২৪ জানুয়ারি ভারতে জাতীয় কন্যাসন্তান দিবস পালন করা হয়। জাতীয় কন্যা শিশু দিবসের মাধ্যমে সরকার প্রতিটি কন্যা শিশুর জন্য সমতা ও মর্যাদার নীতির ওপর জোর দেওয়ার লক্ষ্য রাখে। এই দিনটি  উদযাপনের মাধ্যমে মেয়েদের জন্য সমান সুযোগ, সম্মান, শিক্ষা এবং সামগ্রিকভাবে গুরুত্বকে বোঝানো হয়।