বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজসেবী কর্পূরি ঠাকুরকে (Karpoori Thakur) ভারতরত্ন পুরষ্কারের জন্য মনোনীত করার জন্য সন্তোষ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, " আমি খুশি য়ে ভারত সরকারে কর্পূরি ঠাকুরজীকে ভারত রত্নের জন্য মনোনীত করেছেন।মহান জননায়ক কর্পূরি ঠাকুর জী এবং এটা এমন সময় যখন আমরা তার শতবর্ষ উদযাপন করছি।"
এছাড়া তিনি নিজের এক্স হ্যান্ডেলে জানান যে কর্পূরিজী পিছিয়ে পড়া মানুষদের উন্নতির জন্য নিয়োজিত ছিলেন তিনি।
এছাড়াও তিনি জানান যে, "এই পুরষ্কার শুধুমাত্র তাঁর কাজকে সম্মান জানানোর উদ্দেশ্যে নয় বরঞ্চ এটা আমাদের সমাজে সমানাধিকার প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রানিত করে "
বিহারের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী ১৯২৪ সালের জানুয়ারীর ২৪ তারিখে জন্মগ্রহণ করেন। অনগ্রসর পরিবারের নীচ সমাজে জন্মগ্রহণ করেন তিনি। পিছিয়ে পড়া জাতির উন্নতিতে কাজ করার সময় থেকেই তিনি রাজনৈতিক ভাবে তাৎপর্য লাভ করেন।
বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এই সময় তার মূল উদ্দেশ্য ছিল সমাজের মধ্যে ভেদাভেদ দূর করা।
"I am delighted": PM Modi on Bharat Ratna to Karpoori Thakur
Read @ANI Story | https://t.co/Ki8fCmfrGM#PrimeMinisterNarendraModi #KarpooriThakur #tribute #BharatRatna #birthcentenary pic.twitter.com/9WN1t2svB8
— ANI Digital (@ani_digital) January 24, 2024