কলকাতা : বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খন্ড সহ অনেক রাজ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। অনেক কৃষক ইতিমধ্যে ধান রোপন শুরু করেছেন। তবে যেসব কৃষক (Farmer) এখনো ধান রোপন (Paddy Farming) শুরু করেননি, তাঁদের জন্য রইল দারুণ টিপস। এই পদ্ধতি অবলম্বন করে ধান রোপোন করলে কম খরচে বাম্পার ফলন পাবেন।
কৃষি বিশেষজ্ঞরা বলছেন, অনেক কৃষকের অভিযোগ, তাদের নার্সারিতে ধানের চারা হঠাৎ হলুদ হয়ে যেতে শুরু করেছে।এমনটা হলে ইউরিয়া ও জিঙ্ক সালফেট খেতে ছিটিয়ে দিতে হবে। এতে হলুদের সমস্যা দূর হবে এবং ধান গাছ সবুজ ও তাজা থাকবে।
ধান ক্ষেতে দ্রুত আগাছা জন্মায়, সেজন্য ধান রোপনের ২ দিনের মধ্যে আগাছা নাশক স্প্রে করুন। এতে জমিতে আগাছা জন্মাবে না এবং ধানের ভালো ফলন হবে। বাজারে অনেক কোম্পানির আগাছা নাশক পাওয়া গেলেও ধান ক্ষেতে পেন্ডিমিথিলিন নামের ওষুধ স্প্রে করা ভালো হবে। আপনি এক লিটার জলে ৩ মিলি পেন্ডিমিথাইলেন মিশিয়ে ১ একর জমিতে ছিটিয়ে দিতে পারবেন।
চারা রোপণের ২২ দিন পর বিসপারিবাক সোডিয়াম দিয়ে ক্ষেতে স্প্রে করুন। এতে ধান গাছ দ্রুত বৃদ্ধি পাবে।উপরে উল্লিখিত পদ্ধতি অবলম্বন করলে ধানের বাম্পার ফলন হবে।