Kali Puja 2025: 'আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন...'। আজ, সোমবার কালীপুজো। বাঙালির বড় আপন কালী মা-র আজ পুজো। আজ রাতেই পুজোয় বসবে বাঙালি। তার আগে রাজ্যের বিবিন্ন জায়গায় চলছে কালী বন্দনা। কলকাতায় এখন কালীপুজোর আমেজ তুঙ্গে। বাংলায় কালীপুজো মানেই আলোর উৎসব, ভক্তির মহোৎসব। মা কালীকে শান্ত, শুভ ও শক্তির প্রতীক হিসেবে পূজা করা হয় অমাবস্যার রাতে। পুরাণ মতে, সঠিক নিয়মে আরাধনা করলে মা কালী ভক্তকে দুঃখ ও ভয় থেকে মুক্তি দেন। ঘরে ঘরে চলছে প্রস্তুতি, সাজসজ্জা আর ভক্তির সুর। কিন্তু পণ্ডিতদের মতে, মা কালীর আরাধনায় কিছু কাজ একেবারেই করা উচিত নয়। ভুল আচরণ করলে দেবীর আশীর্বাদের পরিবর্তে নেমে আসতে পারে অমঙ্গল। তাই পূজার সময় ভক্তদের সচেতন থাকতে হবে। কোন পাঁচটি কাজ এই কালীপুজোয় একেবারেই করবেন না, দেখে নিন সেই তালিকা।
কালী বন্দনায় মেতেছে বাংলা
ভক্তিভরে মা কালীর আরাধনা যেমন মঙ্গল আনে, তেমনই কিছু ভুল আচরণ করে ফেললে তা উল্টো ফলও দিতে পারে। ধর্মগ্রন্থ ও পুরাণ অনুসারে, মা কালীর আরাধনায় কিছু কাজ একেবারেই করা উচিত নয়। কারণ এইসব আচরণ দেবীকে অপ্রসন্ন করতে পারে, এমনটাই বিশ্বাস পণ্ডিতদের। দেখে নিন, এই কালীপুজোয় কোন পাঁচটি কাজ একেবারেই করবেন না।
কালীভক্তি
Jai Maa Kali 🙏
Happy Kali Puja Everyone. pic.twitter.com/aIw3CMmHmK
— Jibu Sinha 🇮🇳 (@jibusinha) October 20, 2025
১. প্রাণীহত্যা বা নিষ্ঠুর আচরণ:
কালীপুজো মানেই হিংসার উৎসব নয়। দেবী শক্তি জীবনের প্রতীক। প্রাণীহত্যা বা অমানবিক কাজ করলে তা দেবীভক্তির পরিপন্থী।
ভিন্ন ধরনের কালীপুজো
🕉 The rarest of the rare Kali Pujo in Bengal ✨
Drums, chants, diyas, and the fierce grace of Maa Kali, a reminder that Bengal’s spirit is as timeless as the Goddess herself. Joy (Jai) Maa Kali 🪷 pic.twitter.com/E8C09TfmVr
— 🇮🇳RishiSwaroop🇮🇳 (@intent56) October 18, 2025
২. নেশা বা মদ্যপান:
অনেকেই ভুল করে ভাবেন, তন্ত্রসাধনায় মদ্য ব্যবহৃত হয়। কিন্তু সাধারণ ভক্ত হয়ে পূজার দিনে নেশা করলে তা দেবীর অপমান।
দেখুন ভিডিও
🌺 শুভ কালীপূজো!
মা কালী আমাদের সকলের জীবনে শান্তি, শক্তি ও সমৃদ্ধি বয়ে আনুন। 🙏🪔
🌺 Happy Kali Puja & Diwali!
May Maa Kali bless us with peace, strength, and prosperity. 🙏🪔#শুভকালীপূজা#HappyDiwali pic.twitter.com/TsQEMhOf64
— TridentX™ (@TridentxIN) October 19, 2025
৩. শ্মশান বা অন্ধকার জায়গায় অনুচিত আচরণ:
মা কালী শ্মশানবাসিনী হলেও, তাঁর আরাধনা পবিত্রতা ও মনসংযমের সঙ্গে করা উচিত। ভয় বা রোমাঞ্চ নয়, ভক্তিই আসল।
শান্তিপুরের বামাকালী
Shantipur’s Bama Kali Bhasan — a 500-year-old ritual where devotion turns into spectacle. 🔥
Thousands carry Maa Kali on bamboo platforms, making Her dance to the rhythm of chants and fire-lit torches.
Held the day after Kali Puja, it’s faith, heritage & divine energy in motion.… pic.twitter.com/DV0YbCKsnE
— Rahul Roshan 🇮🇳 (@InfoByRahul) October 19, 2025
৪. লোভ, ক্রোধ বা অহংকার:
যে মন অশান্ত, সে মায়ের কৃপা পায় না। পূজার দিনে অহংকার বা ঈর্ষা থেকে দূরে থাকুন।
৫. অন্যের পূজায় ব্যাঘাত ঘটানো:
মায়ের কৃপা তাঁকেই মেলে, যিনি অন্য ভক্তের প্রতি সম্মান দেখাতে জানেন। তাই অন্যের উপাসনা বা বিশ্বাসে হস্তক্ষেপ করবেন না। আরতির ঘণ্টা বাজিয়ে ধূপ, প্রদীপ ও ফুলের সঙ্গে আরতি করুন।“জয় জয় মা কালী, জয় মহাকালী।” শেষে প্রার্থনা করুন যেন মা কালী আশীর্বাদ, সাহস ও শান্তি প্রদান করেন।
কালীপুজোয় কী করবেন
পূজার সময় মন শান্ত রাখুন, ক্রোধ বা নেতিবাচক ভাব দূরে রাখুন। মন্ত্র জপের সময় “ওঁ ক্রীং কালী” ১০৮ বার বললে শুভ ফল বৃদ্ধি পায়। অমাবস্যার রাতে ১২টার পর মায়ের ধ্যান করলে মানসিক শক্তি বহুগুণ বেড়ে যায়।
সাবধানতা
পণ্ডিতদের মতে, মা কালী ধ্বংসের দেবী হলেও তাঁর শক্তি মূলত আত্মশুদ্ধির প্রতীক। কালীপুজোয় ভক্তরা যদি মন ও পরিবেশ পরিষ্কার রেখে উপাসনা করেন, তাহলে জীবনে মেলে শান্তি, শক্তি ও সফলতা। এই কালীপুজোয় আতশবাজির কোলাহলের মাঝেও মনে রাখুন। মায়ের পূজা শুধু প্রদীপ বা ফুলে নয়, নিজের আচরণেও প্রকাশ পায়।