KL Rahul (Photo Credit: LSG/ X)

দিওয়ালীর আবহে আইপিএল নিয়ে সরগরম ক্রিকেট দুনিয়া। নিলামের আগে ক্রিকেটারদের ধরে রাখার শেষ সুযোগ পেয়েছে প্রতিটি দলগুলি। আগামী বছরে প্রথমভাগেই শুরু হবে আইপিএল ২০২৫। আর তার আগে প্রতিটি দলই একাধিক খেলোয়াড়কে যেমন ধরে রাখা হয়েছে, তেমনই ছেড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। যেমন কেকেআর ছেড়ে দিয়েছে ২৪-এর চ্যাম্পিয়নস টিমের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে। এছাড়া দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্ট ছেড়ে দিল ঋষভ পন্থ ও কেএল রাহুলের মতো ক্রিকেটারদের। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনীকে আনক্যাপড রাখল চেন্নাই সুপার কিংস।

কেকেআর ধরে রেখেছে রিঙ্কু সিং, রমণদীপ সিং (আনক্যাপড), সুনিল নারাইন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানাকে। চেন্নাই ধরে রাখল মহেন্দ্র সিং ধোনি (আনক্যাপড), রুতুরাজ গায়কোয়াড, শিবম দুবে, রবিন্দ্র জাদেজা, মাথিসা পাথিরানাকে। রাজস্থান রয়েলসে রইলেন সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, সন্দীপ শর্মা, ধ্রুব জুয়েল, শিমরন হেডমায়ারকে। পঞ্জাবে রইলেন  শশাঙ্ক সিং ও প্রভসিমরন সিং। লখনউতে রইলেন ময়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি ও মহাসিন খান।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরে রয়েছেন বিরাট কোহলি, যশ দয়াল, রজত পতিদার। মুম্বই ইন্ডিয়ানসে থাকলেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, যশপ্রীত বুমরাহরা। সানরাইজার হায়দরাবাদ রাখল প্যাট কামিন্স, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, ট্রাভেস হেড, হেনরিক কলাসেন। গুজরাটে রয়েছেন শুভমন গিল, রশিদ খান, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, সাঁই সুদর্শনকে। দিল্লিতে রইলেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল ও ট্রিস্টিয়ান স্টাবসকে।