Photo Credits: ANI

নয়াদিল্লি: সম্প্রতি কয়েকদিন ধরে দেশের বিভিন্ন রাজ্যে ফের ছড়াচ্ছে করোনার সংক্রমণ। ইতিমধ্যে কয়েকজন মৃত্যুও হয়েছে এই মারণ ব্যাধির কারণে। এই পরিস্থিতিতে শুক্রবার দুপুরে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে (virtually interacted) সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি স্বাস্থ্যমন্ত্রী (State Health Ministers), মুখ্যসচিব (Principal Secretaries) ও অতিরিক্ত মুখ্যসচিবদের (Additional Chief Secretaries) সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Union Health Minister Dr Mansukh Mandaviya)।

এই বৈঠকে করোনার প্রকোপ বৃদ্ধি ঠেকাতে বিভিন্ন বিষয়ে জোর দেওয়ার পাশাপাশি প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে তাদের স্বাস্থ্য পরিকাঠামোর বর্তমান অবস্থা পর্যালোচনা করতে পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেই সঙ্গে পরামর্শ দিয়েছেন সতর্ক থাকার ও কোভিড-১৯ ম্যানেজমেন্টের (COVID-19 management) জন্য সবরকম ব্যবস্থা নিতে। এর জন্য আগামী ৮ ও ৯ এপ্রিল প্রতিটি জেলার প্রশাসন (district administrations) ও স্বাস্থ্য আধিকারিকদের (health officials) সঙ্গে পর্যালোচনা (review) বৈঠক করতে বলেছেন। আর ১০ ও ১১ এপ্রিল সমস্ত হাসপাতালের পরিকাঠামো (all hospital infrastructure) যথাপযুক্ত আছে কিনা তা খতিয়ে দেখার জন্য স্বাস্থ্যমন্ত্রীদের মক ডিল (mock drills) করার অনুরোধ করেছেন। আরও পড়ুন: Court Rejects Maintenance To Wife: স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মাসিক ৫০ হাজার টাকা খোরপোষের আবেদন খারিজ করল দিল্লির আদালত