Ganesh Chaturthi Wishes (Photo Credits: Latestly.com)

ganesh-chaturthi-2022-date-shubh-muhurat-and-significance-in-bengali

পৌরাণিক রীতি এবং বিশ্বাস অনুসারে, বিঘ্নহরতা শ্রী গণেশ  ভাদ্রপদ শুক্লা চতুর্থীর দিন জন্মগ্রহণ করেন আর তাই এই বিশেষ দিনটিতে, “গণেশ চতুর্থী’ বা ‘বিনায়ক চতুর্থী’ পালন করা হয়। হিন্দু পুরাণ অনুযায়ী , ভক্তদের মনবাঞ্ছা পূর্ণ করার উদ্দেশ্য নিয়েই শিব-পার্বতীর পুত্র মর্তে অবর্তীণ হন। হর-পার্বতী -পুত্র গজানন অর্থাৎ গণেশ হলেন বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা।

গণেশ চতুর্থীর তিথি কখন শুরু ?

ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী, এই বছর গণেশ চতুর্থী পড়েছে ৩১ অগস্ট, বুধবার।চতুর্থী তিথি শুরু হবে ৩০ অগস্ট, দুপুর ৩টা ৩৩ মিনিটে এবং  চতুর্থী তিথি শেষ হবে ৩১ অগস্ট, দুপুর ৩টা ২২ মিনিটে। মধ্যাহ্ন গণেশ পূজা মুহুর্ত পঞ্জিকা অনুযায়ী  সকাল ১০টা ২১ মিনিট থেকে দুপুর ১২টা ৫২ মিনিট পর্যন্ত।

উৎসবের সমাপ্তি ও বিসর্জনঃ-

দশ দিন ব্যাপী গণেশ উৎসবের সমাপ্তি হয় অনন্ত চতুর্দশীর দিন। দশম দিনে গণপতি বিসর্জন হয়। এবার অনন্ত চতুর্দশী পড়েছে ৯ সেপ্টেম্বর, শুক্রবার। এই দিনই গণেশ প্রতিমার বিসর্জন হবে।

এই বিসর্জন নিয়ে একটি কাহিনী আছে, গণেশ চতুর্থীর দিন থেকেই মহর্ষি বেদব্যাস গণেশকে মহাভারতের কাহিনি শোনানো শুরু করেন। টানা ১০ দিন পর্যন্ত বেদব্যাস চোখ বন্ধ করে গণেশকে মহাভারতের কাহিনি শোনান। মহর্ষির কথামতো বিশ্রাম না করেই গণেশ মহাভারত লিখতে থাকেন। অবশেষে ১০ দিন পর কাহিনি শেষ হলে বেদব্যাস চোখ খুলে দেখেন লাগাতার ১০দিন ধরে লেখার কারণে গণেশের উপর ধুলো-ময়লার স্তর পড়ে গেছে। নিজেকে পরিষ্কার করতে দশম দিনে গণেশ সরস্বতী নদীতে স্নান করেছিলেন। এই দিনটিই ছিল অনন্ত চতুর্দশী। আর সেই কারণে এই তিথিতে গণেশ মূর্তি বিসর্জন করা হয়।