Puja, Representational Image (Photo Credit: File Photo)

Kuldevta Puja: সামনেই দীপাবলি (Diwali 2025)। এইদিন আলোর উৎসবে মেতে উঠতে চলেছে গোটা দেশ। দীপাবলিতে আলোর উৎসবের পাশাপাশি বাঙালি মেতে উঠবে কালি পুজো। যেদিন মা কালীর আরাধনায় মেতে উঠবে আপামর বাঙালি। কলকাতা থেকে রাজ্যের প্রতিটি কোনায় কোনায় ভবতারিণীর পুজো হবে।

দীপাবলি হোক কিংবা মা ভবতারিণীর পুজোর আগে আপনাকেও করতে হবে কুলদেবতা এবং কুলদেবীর পুজো। এই কুলদেবতার পুজো কেন সব পুজোর আগে করতেই হয়, তা কি জানেন?

বলা হয়, কুলদেবতা বা কুলদেবীর পুজো করলে আপনার পরিবার সুরক্ষিত থাকে। পরিবারের প্রত্যেকে ভাল থাকে, নিরাপদে থাকে। বংশ দোষ কেটে যায়। সেই কারণেই প্রত্যেক পুজোর আগে কুলদেবতা বা কুলদেবীর পুজো অনস্বীকার্য। তাই যে কোনও দেবতার পুজোর আগে কুলদেবী বা কুলদেবতার পুজো করা হয় নিয়ম মেনে। বিভিন্ন পরিবারে এমন নিয়ম থাকে বাধা ধরা হিসেবে।

আরও পড়ুন: মন্দির, এই কালী পুজোয় মায়ের আশীর্বাদ নিতে কোথায় যাবেন, দেখে নিন

কারা এই কুলদেবতা এবং কুলদেবী?

কুল-এর অর্থ পরিবার বা বংশ। মনে করা হয়, কুলদেবতা এবং কুলদেবীর পুজো করলে বংশ ভাল থাকে। বংশধররা সুস্থ থাকেন। শুধু তাই নয়, পূর্ব পুরুষের আশীর্বাদ মিশে থাকে এই কুলদেবতা বা কুলদেবীর পুজোয়। তাই কুলদেবতার পুজো করলে, বংশের উপর থেকে ফাঁড়া কেটে যায় বলেও মনে করা হয়।

প্রত্যেক বংশের রীতি, ধারা, নিয়ম অনুযায়ী এই কুলদেবতা বা কুলদেবী বিরাজ করেন। যেমন মা দুর্গা, মা কালী অথবা শ্রীকৃষ্ণ বা অন্য কোনও দেব, দেবী। এক একটি পরিবারের এক একজন কুলদেবতা বা কুলদেবী থাকেন। যাঁরা বিভিন্ন ধরনের বিপদ থেকে সেই পরিবারকে রক্ষা করেন।

কুলদেবতা বা কুলদেবীর পুজোর গুরুত্ব 

হিন্দু ধর্ম অনুযায়ী, যে কোনও দেবী, দেবতার পুজোর আগে নিশ্চিত রূপে এই কুলদেবতা বা কুলদেবীর পুজো রা হয়। বংশ রক্ষা করতে এই কুলদেবতার পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

কুলদেবতা বা কুলদেবীর পুজো না করলে কী হতে পারে 

কুলদেবতা বা কুলদেবীর পুজো না করলে, আপনি সাময়িকভাবে ভাল থাকতে পারেন কিংবা আপনার বংশজরা যে কোনও বিপাকে পড়তে পারেন। তাই পরিবারকে শান্ত, এবং স্থিত করতে কুলদেবতা বা কুলদেবীর পুজো করুন। তাঁদের তুষ্ট করুন।

নৈতিক অবক্ষয়, দেনা, কলহ,বিবাদ থেকে পরিবারকে রক্ষা করতে কুলদেবতা বা কুলদেবরী পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।