Kali Puja (Photo Credit: FB)

Kali Puja 2025: আর কয়েকদিন পর কালী পুজো (Kali Puja)।  ২০ এবং ২১ তারিখ পড়েছে কার্তিক অমাবস্যা। ওইদিনই অন্ধকার থেকে আলোর দিশা দেখাবেন ভবতারিণী। গোটা দেশ মেতে উঠবে আলোর উৎসব দীপাবলিতে (Diwali 2025)। যেদিন দিপান্বিতা লক্ষ্মী পুজোর পাশাপাশি বাঙালি করে মা কালীর আরাধনা। অশুভকে নাশ করতে ভবতারিণী যে কালীর রূপ নিয়ে সংহার করেন, সেই রূপের পুজো হবে দীপাবলিতে। তাইতো কালী পুজো মানেই বাঙালি যেন ভক্তিভাবের উচ্চ মার্গে থাকে।

কালী পুজোর জন্য প্রতিমা নির্ধারণ হোক কিংবা পুজোর মন্ত্র বা প্রসাদ, সবেতেই খুব বাছবিচার করে তবেই বাঙালি মায়ের আরাধনা করে।

দীপাবলিতে সারা রাত ধরে মা কালীর পুজো হয়। কেউ বৈদিক মতে করেন আলার কেউ তান্ত্রিক মতে আরাধনা করেন দেবীর। সবকিছু মিলিয়ে মা কালীর পুজো নিয়ে বাঙালি বরাবরই প্রবল খুতখুতে।

রাজ্যের বিভিন্ন জায়গায় দীপাবলিতে কালী পুজোর আয়োজন করা হয়। শহর কলকাতা থেকে নৈহাটি কিংবা উত্তর ২৪ পরগনার বারাসত, সর্বত্র পুজোর আনন্দে মেতে ওঠেন মানুষ।

আরও পড়ুন: Kali Puja 2025: কালীঘাট থেকে ফাটাকেষ্ট, কলকাতার বিখ্যাত সব কালী পুজো, যা আপনাকে দেখতেই হবে, রইল সেই তালিকা

রাজ্যের অন্যতম প্রধান কালী পুজোগুলি কোথায় কোথায় হয়, তা দেখে নিন...

দক্ষিণেশ্বর মন্দির

কালীঘাট মন্দির

তারাপীঠ মন্দির

রামপাড়া কালী বাড়ি (হুগলি)

কৃপাময়ী কালী বাড়ি (হুগলি)

কঙ্কালিতলা কালী মন্দির (বীরভূম)

হংশেশ্বরী কালী মন্দির (বাঁশবেড়িয়া)

ত্রিপুরা সুন্দরী কালী মন্দির (গড়িয়া)

সর্বমঙ্গলা মন্দির (বর্ধমান)

কনক দুর্গা মন্দির (চিল্কিগড়, মেদিনীপুর)

কিরিটেশ্বরী শক্তিপীঠ মন্দির (মুর্শিদাবাদ)