Kali Puja (Photo Credit: FB)

Kali Puja 2025: কালী পুজোর (Kali Puja 2025) তোড়জোড় শুরু হয়েছে। গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গে শুরু হয়েছে কালী পুজো তথা দীপাবলির (Diwali) তোড়জোড়। কালী পুজো উপলক্ষ্যে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে জোর তোড়জোড় শুরু হয়েছে। আগামী ২০ এবং ২১ অক্টোবর পড়েছে অমাবস্যা। ওই ২দিন কালী দীপাবলির পাশাপাশি গোটা দেশ জুড়ে কালী পুজো হবে।

আরও পড়ুন: Kali Puja 2025: এ বছর অমাবস্যা কবে পড়েছে, কবে করবেন কালী পুজো, লক্ষ্মী পুজো, জানুন দিনক্ষণ

আজ কলকাতা-সহ রাজ্যের বিখ্যাত সব কালী পুজোর খোঁজ আমরা দেব আপনাদের। দেখে নিন সেই বিখ্যাত কালী পুজোর তালিকা...

দক্ষিণেশ্বর কালী মন্দির

দক্ষিণেশ্বর কালী মন্দিরে ধুমধাম করে পুজো হবে দীপাবলিতে। মা ভবতারিণীর পুজো উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ওইদিন হাজির হন দক্ষিণেশ্বর কালী মন্দিরে। ১৮৫৫ সালে এই দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেন রানি রাসমণি।

কালীঘাট কালী মন্দির

দেশ জুড়ে যে ৫১টি শক্তিপীঠ রয়েছে, তার মধ্যে একটি কালীঘাট। এই মন্দিরে কালিকা রূপে পুজো করা হয় মাকে। দীপাবলির রাতে রাজ্য-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কালীঘাটে হাজির হন।

ঠনঠনিয়া কালী মন্দির 

ঠনঠনিয়া কালী মন্দিরও উল্লেখযোগ্য। কলেজ স্টিটের এই কালী বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস।

ফাটাকেষ্টর কালী পুজো 

দীপাবলিতে যে কালী পুজোগুলি উল্লেখযোগ্য, তার মধ্যে অন্যতম ফাটাকেষ্টর কালী পুজো। গত ৬৫ বছর ধরে এই ঐতিহ্যবাহী পুজো চলে আসছে। কৃষ্ণ চন্দ্র দত্ত ওরফে ফাটাকেষ্ট এই পুজোর প্রচলন করেন। ১৯৫৭ সাল থেকে চলছে এই মহাপুজো।

চেতলা ডাকাত কালী পুজো 

৫৫০ বছরের পুরনো এই চেতলার ডাকাত কালী পুজো। কালী পুজোর রাতে হাজার হাজর ভক্ত এই ডাকাত কালীর পুজো দেখতে হাজির হন।

আলীপুরের আরাধনা সমিতি 

আলীপুরের আরাধনা সমিতিতে কালী ঠাকুরকে চামুণ্ডা রূপে পুজো করা হয়। মা পার্বতীর ভ্রুপল্লব থেকে চামুন্ডার উৎপত্তি। অসুর শুম্ভ, নিশুম্ভকে বধ করতেই হাজির হয়েছিলেন এই চামুণ্ডা। এই পুজো এবার ৭৮ বছরে পড়ল।

দক্ষিণ কলকাতার এবিএস স্পোর্টিং ক্লাব 

৩০ ফুট উচ্চতার কালী ঠাকুর আসেন এই এবিএস ক্লাবের পুজোয়। এই এবিএস ক্লাবেও চামুণ্ডা রূপে পুজো করা হয় কালীকে।

নিউটানের দশাদ্রোণ ব্যায়াম সমিতি 

নিউটাউনের এই দশাদ্রোণ ব্যায়াম সমিতির পুজো বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। কলকাতার পুজোর আমেজকে আরও চতুর্গুন বৃদ্ধি করেছে নিউটাউনের এই পুজো।