Kali Puja 2025 (Photo Credit: FB)

Kali Puja 2025: দুর্গা পুজো শেষ। এখন মানুষ অপেক্ষা করছেন কালী পুজোর (Kali Puja 2025) জন্য। এ বছর দুদিন ধরে  দীপাবলি পড়েছে। ফলে মানুষ বুঝে উঠতে পারছেন না, ঠিক কোনদিন কালী পুজো বা লক্ষ্মী করবেন।

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে (Diwali 2025) কালী পুজো করা হয়। কার্তিক মাসের অমাবস্যা তিথি শুরু হচ্ছে ২০ সেপ্টেম্বর বিকেল ৩.৪৪ মিনিট থেকে। ছাড়ছে ২১ অক্টোবর ৫.৫৪ মিনিটে।

আরও পড়ুন: Diwali Special 2025: অন্ধকাসুরকে শেষ করতে মর্তে নামেন যোগেশ্বরী, দীপাবলির পরই বন্ধ হয় হাসানাবা মন্দিরের দরজা, অলৌকিকভাবে বছরভর জ্বলতে থাকে মায়ের সামনের প্রদীপ, তাজা থাকে ফুল

দেখুন অমাবস্যা তিথিতে কোনদিন কী পুজো হবে

লক্ষ্মী পুজোর মুহুরৎ শুরু হচ্ছে ২০ অক্টোবর ৭.০৮ মিনিটে। শেষ হবে ৮.১৮ মিনিটে

প্রদোষ কাল শুরু হবে ৫.৪৬ মিনিটে। শেষ হবে ৮.১৮ মিনিটে

বৃষভ কাল পড়েছে ৭.০৮ মিনিটে। শেষ হবে ৯.০৩ মিনিটে

কালী পুজো করতে হলে উপোস থেকে নিষ্ঠাভরে তা পালন করা হয়। পুজোর মঞ্চ পরিষ্কার, পরিচ্ছন্ন রেখে রাতভর পুজো করা হয়। কালী পুজোর রাতে কোথাও কোথাও বলি প্রথার নিয়ম রয়েছে। তবে পশু বলি প্রথা বর্তমানে প্রায় উঠেই গিয়েছে। সেখানে শাক, সবজি বলি দেওয়া হয়।

১৯ অক্টোবর কালী চৌদস বা ভূত চতুর্দশী পালন করা হবে। ভূত চতুর্দশীতে অনেকে হনুমানের পুুজোও করেন। ভূত চতুর্দশীর পর দিন অর্থাৎ সোমবার হবে কালী পুজো। ওইদিন দেশের বহু অংশে যেমন দীপাবলি পালন করা হয়, তেমনি ২১ অক্টোবরও বহু রাজ্যে দীপাবলি পালন করা হবে।

কোন কোন রাজ্যে দীপাবলিতে কালী পুজো হয় 

পশ্চিমবঙ্গ

অসম

ওড়িশায় কালী পুজো হয়

অন্ধকারকে কাটিয়ে যে আলোর উৎসব, তাকেই দীপাবলি হিসেবে চিহ্নিত করা হয়। আর ওইদিনই কালী পুজো এবং দীপান্বিতা কালী পুজো করেন আপামর বাঙালি।