দেশটি তার স্বাধীনতার ৭৭তম বার্ষিকী পালন করবে এই বছর। সরকারি এবং বেসরকারি দেশের সব প্রতিষ্ঠান ধুমধাম করে পালন করে এই দিনটি। এই স্বাধীনতা খুব সহজেই পায়নি আমাদের দেশ। দেশকে স্বাধীন করার জন্য আত্মত্যাগ করেছেন হাজার হাজার বিপ্লবী। আজ আমরা এমন এক বিপ্লবীর কথা জানব যিনি নৃশংস জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মূল অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, তিনি হলেন বিপ্লবী উধম সিং। ১৮৯৯ সালের ২৬ ডিসেম্বর একটি কম্বোজ শিখ পরিবারে জন্মগ্রহণ করেন উধম সিং, তার নাম ছিল শের সিং। খুব অল্প বয়সে পিতামাতার মৃত্যু হওয়ার কারণে, শের সিং এবং তার বড় ভাই মুক্তা সিংকে আশ্রয় নিতে হয়েছিল অমৃতসরের সেন্ট্রাল খালসা অনাথ আশ্রম পুতলিঘরে। অনাথ আশ্রমে বড় হয়ে ওঠা, সিং ভাইদের শিখ দীক্ষা দেওয়া হয়। সেই সময়েই তার নাম শের সিংয়ের পরিবর্তে হয় উধম সিং। এই নাম পরিবর্তনের সঙ্গে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার ব্যক্তিত্বে বৈপ্লবিক পরিবর্তন হয় এবং ব্রিটিশ শাসন থেকে দেশকে মুক্ত করার শপথ নেন তিনি।
১৯১৯ সালে ১৩ এপ্রিল, পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের কাছে জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ সরকারের জোরপূর্বক চাপিয়ে দেওয়া রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বৈশাখী দিন এই সভা হওয়ায় সেখানে উপস্থিত ছিল প্রচুর সংখ্যক শিশু ও মহিলা। হঠাৎ ব্রিটিশ অফিসার জেনারেল ডায়ার বাগানের প্রধান ফটক বন্ধ করে এই শান্তিপূর্ণ বৈঠকে নির্বিচারে গুলি চালান। ফটক বন্ধ থাকায় কেউ বাইরে যাওয়ার সুযোগ পায়নি। এই ভয়াবহ পরিস্থিতিতে নিহত হয় ৩৮৮ জন এবং শতাধিক মানুষ আহত হয়। জালিয়ানওয়ালাবাগের অবস্থা দেখে কান্না থামাতে পারেননি ২০ বছর বয়সী উধম। তিনি দেশের মাটি হাতে নিয়ে শপথ নিলেন শাস্তি দেবেন জেনারেল ডায়ারকে।
অবসর গ্রহণের পর লন্ডনে ফিরে গিয়েছিলেন জেনারেল ডায়ারকে। ১৯৩৪ সালে লন্ডনে পৌঁছান উধম। সেখানে গিয়ে নজর রাখতে শুরু করেন ডায়ারের কার্যকলাপের উপর। ১৯৪০ সালের ১৩ মার্চ লন্ডনের ক্যাক্সটন হলে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এবং সেন্ট্রাল এশিয়ান সোসাইটির সভায় উপস্থিত ছিলেন ডায়ার। সেই সভায় বইয়ের ভিতরে পিস্তল লুকিয়ে পৌঁছে যায় উধম। ডায়ার মাইকে কথা বলার সময় আচমকা রিভলভার বের করে তার বুকে দুটি গুলি মারেন উধম সিং। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ডায়ারের। শপথ সম্পূর্ণ হওয়ার পর স্বেচ্ছায় নিজেকে পুলিশের হাতে তুলে দেন উধম। লন্ডনের বিচারক ১৯৪০ সালের ৪ জুন, ডায়ারের হত্যার জন্য দোষী সাব্যস্ত করে উধম সিংকে। ১৯৪০ সালের ৩১ জুলাই পেন্টনভিল কারাগারে ফাঁসি দেওয়া হয় উধমের।