shrabani Mela 2025 (Photo Credit: X@airnews_kolkata)

একমাস ব্যাপি শ্রাবণী মেলার সূচনা হচ্ছে আজ। শ্রাবণী মেলা উপলক্ষে মহাদেবের আশীর্বাদ কামনায় বহু ভক্ত ও পুণ্যার্থীরা রাজ্যের নানা প্রান্ত থেকে এসে শৈব তীর্থ হুগলির তারকেশ্বর এ তারক নাথের মন্দিরে শিবের মাথায় জল ঢালবেন। ধর্মীয় রীতি মেনে বহু ভক্ত ও পুণ্যার্থীরা গঙ্গা থেকে জল বাঁকে করে দীর্ঘ পথ পায়ে হেঁটে মহাদেবের মাথায় জল ঢেলে পুজো দেবেন। উপলক্ষে তারকেশ্বর এ লক্ষা ধিক ভক্তের ভিড় দেখা যায়। একমাস ব্যাপী শ্রাবণী মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হুগলি জেলা প্রশাসনের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শ্রাবণী মেলা নির্বিঘ্নে সম্পন্ন করতে , ইতিমধ্যেই মেলার প্রস্তুতি নিয়ে রাজ্যের কয়েকজন মন্ত্রীদের উপস্থিতিতে প্রশাসনিক স্তরে বৈঠক সম্পন্ন হয়েছে। তীর্থযাত্রীদের থাকা খাওয়া,চিকিৎসা , পানীয় জল সহ পরিষেবা মূলক যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও স্থানীয় পুরসভা। মেলায় ভিড় সামাল দিতে পর্যাপ্ত পুলিশ মোতায়ন ,সিসিটিভি নজরদারি প্রভৃতি নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। শ্রাবণী মেলা উপলক্ষে যাত্রী ভিড় সামাল দিতে হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল।

হুগলি জেলার ঐতিহ্যবাহী শ্রাবণী মেলার সূচনায় ভক্তদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, "বাংলার হুগলি জেলার ঐতিহ্যবাহী তারকেশ্বর শ্রাবণী মেলা আজ থেকে শুরু হচ্ছে। বাবা তারকনাথের মাহাত্ম্যধন্য এই পবিত্র তীর্থক্ষেত্রে প্রতিবছরই গোটা শ্রাবণ মাস জুড়ে ভগবান শিবের আশীর্বাদ কামনায় সমাগম ঘটে লক্ষ-লক্ষ ভক্তবৃন্দের। আমি এই মেলায় আগত সেই সকল ভক্তবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।"