রানী লক্ষ্মীবাইয়ের জন্মবার্ষিকী পালন করা হয় ১৯ নভেম্বর। প্রতি বছর এই দিনে ঝাঁসির রানীর সাহসিকতাকে স্যালুট করা হয় এবং ব্রিটিশদের বিরুদ্ধে তাঁর বীরত্বকে স্মরণ করা হয়। রানী লক্ষ্মী বাইয়ের জীবনী বা সাহসিকতার কাহিনী স্কুলের দিন থেকেই প্রতিটি শিশুর কাছে বর্ণনা করা হয়। তিনি ছিলেন ঝাঁসির রানী, যিনি তাঁর স্বামী ও পুত্রকে হারিয়েছিলেন এবং তাঁর দত্তক পুত্রের বয়স না হওয়া পর্যন্ত একজন মহিলা হিসেবে ঝাঁসি শাসন করেছিলেন তিনি। ঝাঁসিকে দখল করার জন্য ঝাঁসি দুর্গ আক্রমণ করে ব্রিটিশ সরকার। ব্রিটিশ আক্রমণের উপযুক্ত জবাব দেন রানী লক্ষ্মীবাই। ছেলেকে পিঠে বেঁধে ঘোড়ায় চড়ে ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছিলেন তিনি।
১৮২৮ সালের ১৯ নভেম্বর বেনারসে জন্ম হয় রানী লক্ষ্মীবাইয়ের। শৈশবে তাঁর নাম ছিল মণিকর্ণিকা। তাঁর পিতা মোরোপন্ত তাম্বে এবং মা ভাগীরথী সাপ্রে। মণিকর্ণিকার ৪ বছর বয়সে মৃত্যু হয় তাঁর মায়ের এবং বিথুর জেলার দ্বিতীয় পেশওয়া বাজি রাওয়ের হয়ে কাজ করতেন তাঁর পিতা। তিনি লক্ষ্মী বাইকে লালন-পালন করেন এবং এক সময় পর ঘোড়া চড়া, তীরন্দাজ, আত্মরক্ষা ও শুটিংয়ের প্রশিক্ষণ নেন তিনি। ১৮৪২ সালে, ১৪ বছর বয়সে ঝাঁসির শাসক গঙ্গাধর রাও নেভলেকারের সঙ্গে বিয়ে হয় মণিকর্ণিকার এবং বিয়ের পর তাঁর নাম হয় লক্ষ্মীবাই।
বিয়ের পর লক্ষ্মী বাই একটি পুত্র সন্তানের জন্ম দেন, তবে জন্মের ৪ মাসের মধ্যে মৃত্যু হয় তাঁর সন্তানের। এরপর তাঁর স্বামী এবং ঝাঁসির রাজারও মৃত্যু হয়। স্বামী এবং পুত্রকে হারানোর পর, লক্ষ্মীবাই নিজেই তাঁর সাম্রাজ্য এবং জনগণকে রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির ভাইসরয় ডালহৌসি ভেবেছিলেন ঝাঁসি দখল করার জন্য এটাই উত্তম সময় কারণ রাজ্য রক্ষা করার মতো কেউ নেই। ঝাঁসিকে ব্রিটিশ শাসনের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া শুরু হয় রানী লক্ষ্মী বাইকে। এমন সময় লক্ষ্মী বাই এক আত্মীয়ের সন্তানকে দত্তক নেন, যার নাম ছিল দামোদর।
ব্রিটিশ সরকার দামোদরকে ঝাঁসির উত্তরাধিকারী হিসেবে মেনে নিতে অস্বীকার করে এবং ঝাঁসির দুর্গ ব্রিটিশ সরকারের হাতে তুলে দিতে বলে। ব্রিটিশরা সাম্রাজ্য দখল করার চেষ্টা করেছিল, কিন্তু লক্ষ্মী বাই কাশী বাই সহ ১৪ হাজার বিদ্রোহীদের একটি বিশাল সেনাবাহিনী প্রস্তুত করেছিলেন। ১৮৫৮ সালের ২৩ মার্চ, ব্রিটিশ সেনাবাহিনী ঝাঁসি আক্রমণ করে এবং ৩০ মার্চ, বোমাবর্ষণ করে দুর্গের প্রাচীর ভেঙ্গে ফেলতে সফল হয় ব্রিটিশ সেনাবাহিনী। ১৮৫৮ সালের ১৭ জুন, শেষ যুদ্ধ করেন লক্ষ্মীবাই। পিঠে দত্তক পুত্রকে বেঁধে হাতে তলোয়ার নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ঝাঁসির রানী। লর্ড ক্যানিংয়ের আদেশে এক সৈন্য পিছন থেকে গুলি করেছিল লক্ষ্মীবাইকে। তখন এক সৈন্য তরবারি দিয়ে হত্যা করে তাঁকে।