মহামারীতে বিধ্বস্ত গোটা দেশ৷ বছর ঘুরলেও জরা ব্যধি থেকে আমাদের মুক্তি মেলেনি৷ বৈশাখ শুরু হতে না হতেই কোভিডের দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডবে দিশেহারা মানুষ৷ ঘরে ঘরে সংক্রমণ৷ হাসপাতালে বেড নেই৷ বাড়িতে থাকতে গিয়ে উপার্জনের পথ বন্ধ হয়েছে অনেকের৷ ফের বছর ঘুরে এসেছে ২৫ বৈশাখ৷ এই বিপর্যয়ের দিনে আমাদের অন্যতম ভরসা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ, তাঁর সাহিত্য সম্ভার৷ রবিকবির জন্মদিন এবারও সাড়ম্বরে নয়, বাড়িতেই পালিত হোক একেবারে নিজেদের মতো করে৷ গান, কবিতা, চিঠি, ছোটগল্প, উপন্যাস, জীবনবোধ, ছবি, কোথায় যে তাঁর কলমের আঁচড় পড়েনি, তাই এখন ভাবতে হবে৷
বিপদের মাঝেও যিনি আমাদের সমস্ত ভাললাগায় জুড়ে আছেন, তাঁকে স্মরণ করতে তো বাধা নেই৷ তাঁর অগম্য, অজানা কিছুই নেই৷ তিনি আমাদের প্রাণের ঠাকুর৷ রবীন্দ্রনাথের জন্মদিন, আমাদের আত্ম উপলব্ধির তাই ২৫ বৈশাখে আত্মীয় পরিজনদের এভাবেই জানান শুভেচ্ছা৷
আজ ২৫ শে বৈশাখ, শুভ রবীন্দ্র জয়ন্তী
কবিগুরুর ১৬০-তম রবীন্দ্র জয়ন্তী, লহ প্রণাম
২৫ শে বৈশাখ___হে নূতন দেখা দিক আর-বার, জন্মের প্রথম শুভক্ষণ