: উদ্বোধন হল ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার (Photo: Facebook)

কলকাতা, ২৮ জানুয়ারি: উদ্বোধন হল ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার (Kolkata International Book Fair)। মেলার উদ্বোধঝন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবারের বইমেলার থিম কান্ট্রি রাশিয়ার (Russia) ভারতীয় রাষ্ট্রদূত কুদাশেভ নিকোলায়া রাস্তোভিচ। ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক নৃসিংহ প্রসাদ ভাদুড়ীও। এদিন বইমেলার উদ্বোধনের আগে কলকাতা পুলিশের স্টল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে দুটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশও করেন তিনি। এবারের বই মেলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে রয়েছে 'Why we are saying no CAA, no NRC, no NPR' (কেন আমরা সিএএ, এনআরসি,এনপিআর কে না বলছি)। বইটি নিজেই প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

তবে মেলা যথারীতি এখনও বেশ অগোছালো। বইয়ের স্টল এবং বইয়ের ভিড়ে অসংখ্য শ্রমিকও ব্যস্ততার সঙ্গে কাজ করে যাচ্ছেন এখনও। সল্টলেকের সেন্ট্রাল পার্কে কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনের দিন এমনই ছবি ধরা পড়ল মেলার বিভিন্ন অংশে। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কলকাতা বইমেলা। বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার ভিড় জমাতে পারবেন বইপ্রেমীরা। আরও পড়ুন: Basant Panchami 2020: ১৪ ফেব্রুয়ারি নয়, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোই, কেন জানেন?

এ বছর কলকাতা বইমেলা শুরুর কথা ছিল ২৯ জানুয়ারি বুধবার। উদ্বোধক হিসেবে গত বেশ কয়েকবছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পূর্বনির্ধারিত ও ঘোষিত থাকছে। এ বছর দুদিন আগে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বুধবার সরস্বতী পুজোর জন্য তিনি মেলার উদ্বোধনে আসতে পারবেন না। তখনই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন একদিন এগিয়ে আনা হয়। ২ ফেব্রুয়ারি বইমেলা ময়দানে শিশু দিবস উদযাপিত হবে। ৯ ফেব্রুয়ারি পালিত হবে বাংলাদেশ দিবস। ৯ ফেব্রুয়ারিতেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান।