![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/10/Kojagori-Lakhsmi-Puja-Quote-1-380x214.jpg)
‘কোজাগরী’ শব্দটির উৎপত্তি ‘কো জাগতি’ থেকে। এর অর্থ, ‘কে জেগে আছ’। বিশ্বাস কোজাগরী পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী মর্তে আসেন তাঁর ভক্তদের আশীর্বাদ দান করতে। দেবী লক্ষ্মী ((Goddess Lakshmi) পার্থিব এবং অপার্থিব সম্পদ, সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী। এই তিথিতে যাঁরা রাত্রি জেগে দেবীর আরাধনা করে দেবীর আগমনের অপেক্ষায় থাকেন, তাঁরা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন। আগামী ৯ অক্টোবর, রবিবার শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা (Kojagari Lakshmi Puja 2022)
প্রাচীন রীতি অনুযায়ী গোলাঘরকে লক্ষ্মীর প্রতীক বলা হয়। ধানক্ষেতের আশেপাশে ইঁদুর বা মূষিকের বাস এবং এরা ধানের ক্ষতি করে থাকে। পেঁচক বা পেঁচার আহার হল এই ইঁদুর। সেই কারণ হেতু পেঁচা দেবীর বাহন।
অনেকেই সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতেও লক্ষ্মীর পুজো হয়।তবে মনে করা হয়. কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীকে পুজো করে ঘরে আনলে গৃহে ধন-সমৃদ্ধি বৃদ্ধি পায়, সৌভাগ্য ফিরে আসে ও ভক্তদের অপার আশীর্বাদ প্রদান করেন।
এবারের কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৯ অক্টোবর, রবিবার। বাংলা পঞ্জিকার একটি মত অনুসারে লক্ষ্মীপুজো হল ২২ আশ্বিন, ১৪২৯। পূর্ণিমার শুরু হবে রবিবার দুপুর ৩ টে ৪১ মিনিট থেকে । শেষ হবে সোমবার ১০ অক্টোবর দুপুর ২টো ২৫ মিনিট পর্যন্ত। অপর মত অনুসারে পূর্ণিমা শুরু হবে শনিবার রাত ৩ টে ২৯মিনিট থেকে এবং শেষ হবে রবিবার ৯ অক্টোবর রাত ২টো ২৫ মিনিট পর্যন্ত। ভারতীয় সময় অনুযায়ী, বাংলা ২২ আশ্বিণ ১৪২৯, ইংরেজি ৯ অক্টোবর ২০২২ রবিবার পূর্ণিমার ব্রতোপালন, উপবাস এবং নিশিপালন। শ্রীশ্রীকোজাগরী লক্ষ্মী পূজা ও রাত্রৌ কোজাগরী কৃত্যম-সহ কুমার পূর্ণিমার নিশিপালন পালিত হবে।