ভারতজুড়ে ধুমধাম করে পালন করা হয় জন্মাষ্টমী উৎসব। হিন্দু ধর্মের একটি বিশেষ এবং পবিত্র উৎসব জন্মাষ্টমী। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় জন্মাষ্টমী উৎসব। মান্যতা রয়েছে, দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের রাত ১২টায় মথুরা নগরে কংসের কারাগারে জন্মগ্রহণ করেন দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ। তাই প্রতি বছর জন্মাষ্টমীর উৎসব হিসেবে আড়ম্বরপূর্ণ ভাবে পালন করা হয় কৃষ্ণ জন্মোৎসব।

২০২৪ সালে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হবে ২৬ আগস্ট। পঞ্জিকা অনুসারে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে ২৬ আগস্ট, সোমবার, ভোর ০৩:৩৯ মিনিটে এবং শেষ হবে ২৭ আগস্ট, মঙ্গলবার, দুপুর ০২:১৯ মিনিটে। উদয় তিথি অনুসারে জন্মাষ্টমীর উপবাস ও পুজো করা হবে ২৬ আগস্ট। তবে দু'দিন ধরেই পালন করা হবে জন্মাষ্টমী উৎসব। এই দিনে মন্দির ও বাড়িতে ভজন ও কীর্তন করা হয়, উপবাস ও পুজো করা হয়। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় এই দিনটি।

২০২৪ সালের জন্মাষ্টমীর দিনে অর্থাৎ ২৬ আগস্ট গঠিত হচ্ছে শুভ যোগ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, দ্বাপর যুগে শ্রী কৃষ্ণের জন্মের সময় যে যোগ তৈরি হয়েছিল, এই বছর জন্মাষ্টমীতেও তৈরি হচ্ছে সেই যোগ, যাকে বলা হয় জয়ন্তী যোগ। ধর্মীয় বিশ্বাস অনুসারে, দ্বাপর যুগে শ্রী কৃষ্ণের জন্মের সময় রোহিণী নক্ষত্রে ভাদ্রমাসের অষ্টমী হয়েছিল এবং চাঁদ ছিল বৃষ রাশিতে। এই বছরও জন্মাষ্টমীতেও চাঁদ থাকবে বৃষ রাশিতে এবং রোহিণী নক্ষত্র থাকবে ২৬ আগস্ট বিকেল ০৩:৫৫ মিনিট থেকে ২৭ আগস্ট বিকেল ৩:৩৮ মিনিট পর্যন্ত।