দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) ৮২ বছর বয়সী এক বৃদ্ধা মহিলাকে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার (Air India) তরফে হুইলচেয়ার দিতে অস্বীকার করা হয় বলে অভিযোগ। হুইলচেয়ার না মেলায় হেঁটে যেতে গিয়ে বিমানবন্দরের একটি কাউন্টারের কাছে পড়ে যান ওই বৃদ্ধা। যার জেরে গুরুতর আহত হন বৃদ্ধা। ওই বৃদ্ধার নাতনি এক্স হ্যান্ডেলে গোটা ঘটনাটি জন্যে বিমানসংস্থাকে দায়ী করে লেখেন, দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া তাঁদের অগ্রিম বুক করা হুইলচেয়ার দিতে অস্বীকৃতি করে এবং যার ফলে তাঁর ৮২ বছরে ঠাকুমা হোঁচট খেয়ে পড়ে গুরুতর চোট পান। তাঁর আরও দাবি, চোট পাওয়ার পরেও একজন আহত বৃদ্ধার জন্যে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা টুকু করা হয়নি। মাথায় ও নাকে আঘাত নিয়ে এবং ঠোঁট থেকে রক্তক্ষরণ-সহ বিমানে উঠেছিলেন বৃদ্ধা। যদিও এই অনিচ্ছাকৃত ভুলের জন্যে ওই যাত্রীর কাছে ক্ষমা চেয়েছে এয়ার ইন্ডিয়া।

হুইলচেয়ার না মেলায় বিমানবন্দরে পড়ে গিয়ে চোট পেলেন বৃদ্ধাঃ

এক্স হ্যান্ডেলে ক্ষমা চাইল এয়ার ইন্ডিয়াঃ

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)