Rekha Gupta (Photo Credit: File Photo)

নতুন দিল্লি, ৮ মার্চ:  আন্তর্জাতিক মহিলা দিবসে দিল্লির মহিলাদের জন্য সুখবর দিলেন রাজ্যের নতুন মহিলা মুখ্যমন্ত্রী। নির্বাচনী প্রচারে দেওয়া কথা রেখে দিল্লির সব মহিলাদের মাসিক আড়াই হাজার টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।  দিল্লি মন্ত্রিসভার বৈঠকে দিল্লির মহিলাদের 'মহিলা সমৃদ্ধি যোজনা'-এর আওতায় মাসে আড়াই হাজার টাকা বিশেষ ভাতা দেওয়ার কথা করলেন বিজেপির মহিলা মুখ্যমন্ত্রী। কপিল মিশ্র, আশীস সুদ ও পরবেশ ভর্মা-দিল্লির বিজেপির তিন বড় নাম তথা মন্ত্রীদের নিয়ে গঠিত হওয়া প্যানেল এবার মহিলাদের মাসিক ভাতার বিষয়টি কার্যকর করার সব পদক্ষেপ কার্যকর করবেন। মহিলাদের বিশেষ ভাতা কার্যকর করার জন্য দিল্লির বাজেট থেকে ৫ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।

কেজরিওয়ালের প্রতিশ্রতি ছিল ২ হাজার ১০০ টাকার

অরবিন্দ কেজরিওয়ালের দল ভোটে জিতলে দিল্লির মহিলাদের মাসে ২ হাজার ১০০ টাকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কংগ্রেসের প্রতিশ্রুতি ছিল মাসে আড়াই টাকার মহিলা ভাতা দেওয়ার। কিন্তু কেজরিওয়াল, কংগ্রেসের প্রতিশ্রুতি মনে ধরেনি দিল্লির মহিলা ভোটারদের।

দেখুন এই বিষয়ে কী বললেন দিল্লির মুখ্যমন্ত্রী 

 

দিল্লির মহিলারা এবার বিধানসভা ভোটে বিজেপিকে বড় সংখ্যায় ভোট দেন

দিল্লির মহিলাদের ব্যাপক সংখ্যক ভোট পেয়ে দিল্লিতে সরকার গড়ে বিজেপি। ২৭ বছর পর দিল্লিতে সরকার গড়ে মুখ্যমন্ত্রী হিসেবে মহিলা নেত্রী রেখা গুপ্তকে বেঠে নিয়েছিলেন জেপি নাড্ডা-অমিতা শাহ-রা।