First Day of Sawan Month (Photo Credit: X@ANI)

আজ (১১ জুলাই, শুক্রবার )থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস (Sawan Month) । সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস এই দিন ভগবান শিবের পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এবার শ্রাবণ মাসে পড়ছে ৪টি সোমবার। প্রথম সোমবার অর্থাৎ প্রথম ব্রত পালনের দিন ১৪ জুলাই। এরপর ২১ জুলাই, ২৮ জুলাই, ৪ অগাস্ট এবং ১১ অগাস্ট পরপর সোমবারের ব্রত পালন করতে পারবেন মহাদেবের ভক্তরা।  শ্রাবণ মাসের প্রথম দিন (First Day Of The Holy Month Of Sawan) এর ব্রহ্ম মুহূর্ত ভোর ৪টে ১৬ মিনিট থেকে শুরু হয়ে চলবে ভোর ৫টা ৪ মিনিট পর্যন্ত। পরবর্তী শুভ মুহূর্ত শুরু হবে সকাল ৮টা ২৭ মিনিটে এবং চলবে সকালে ১০টা ৬ মিনিট পর্যন্ত। গোটা দেশের বিভিন্ন মন্দিরে আজ শ্রাবণ' মাসের প্রথম দিনে চলছে মহাদেব এর পূজা,রইল তারই এক ঝলক।

মধ্যপ্রদেশ; 'শ্রাবণ' মাসের প্রথম দিনে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar Temple) চলছে আরতি 

উত্তরপ্রদেশঃ 'শ্রাবণ'-এর প্রথম দিনে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে প্রার্থনা করার জন্য ভক্তদের ভিড়।

উত্তরাখন্ডঃ পবিত্র শ্রাবণ মাসের প্রথম দিনে হরিদ্বারের দক্ষেশ্বর মহাদেব মন্দিরে ভক্তদের প্রার্থনা

কানপুর,উত্তরপ্রদেশঃ'শ্রাবণ'-এর প্রথম দিনে আনন্দেশ্বর মহাদেব মন্দিরে প্রার্থনার জন্য ভক্তদের ভিড়

গোরক্ষপুর, উত্তরপ্রদেশ: পবিত্র 'শ্রাবণ' মাসের প্রথম দিনে প্রার্থনা করার জন্য ঝাড়খণ্ডী মহাদেব শিব মন্দিরে প্রচুর সংখ্যক ভক্তদের উপস্থিতি

উত্তরপ্রদেশ | 'শ্রাবণ' মাসের প্রথম দিনে প্রার্থনা করার জন্য অযোধ্যার ক্ষীরেশ্বরনাথ মহাদেব মন্দিরে ভক্তদের ভিড়

শ্রাবণ মাসের প্রথম দিনে কাল্কাজির প্রাচীন শ্রী ভৈরব মন্দিরে ভক্তদের প্রার্থনা