Happy Christmas Wishes in Bangla: বড়দিন মূলত খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব। ২৫ ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। তবে এই দিনটি প্রকৃতই যীশুর জন্মদিন কিনা সে বিষয়ে সঠিক তথ্য মেলেনি। জানা যায়, আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে এই তারিখের ঠিক নয় মাস আগে মেরির (Mother Mary) গর্ভে প্রবেশ করেন যীশু। সম্ভবত, এই হিসাব অনুসারেই ২৫ ডিসেম্বর তারিখটিকে যীশুর জন্মতারিখ ধরা হয়। ভিন্ন মতানুসারে, উত্তর গোলার্ধের দক্ষিণ অয়নান্ত দিবস প্রসঙ্গে ২৫ ডিসেম্বর তারিখে যীশুর জন্মজয়ন্তী পালনের প্রথাটির সূত্রপাত হয়।
বিশ্বের অধিকাংশ দেশেই বড়দিন প্রধান উৎসব হিসেবে পালিত হয়। এমনকি অ-খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশেও মহাসমারোহে বড়দিন উদযাপিত হয়। ভারত তার ব্যাতিক্রম নয়। কলকাতার পার্ক স্ট্রিটও নিজেকে সাজিয়ে নেয় আলোর সাজে। অন্যান্য দেশগুলিতে সংখ্যালঘু খ্রিষ্টান অথবা বৈদেশিক সংস্কৃতির প্রভাবে বড়দিন উদযাপন শুরু হয়। তবে আবার চিন, জাপান, সৌদি আরব, আলজেরিয়া, থাইল্যান্ড, নেপাল, ইরান, তুরস্ক ও উত্তর কোরিয়ার মতো কয়েকটি উল্লেখযোগ্য দেশে বড়দিন সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয় না। এমন শুভ দিনের আগেই 'লেটেস্টলি' (LatestLY) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছা-পত্র (Wish Card)। আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন এই সমস্ত শুভেচ্ছা বার্তাগুলি। আর ভাগ করে নিন মনের কোণে সাজিয়ে রাখা অনুভূতি (Emotion)। আরও পড়ুন: মহাসপ্তমী উপলক্ষে আপনার পরিজন-বন্ধুদের পাঠিয়ে দিন এই বাংলা Facebook Greetings, WhatsApp Status, GIFs, HD Wallpapers এবং SMS শুভেচ্ছাগুলি
WhatsApp message reads: শুভ বড়দিন
২০১৯
WhatsApp message reads: হ্যাপি বার্থ ডে
জেসাস খ্রিস্ট
শুভ বড়দিন
২০১৯
WhatsApp message reads: এসো শীতকাল ঝলমলে খরা
শরীর জড়ানো উলের পসরা
শুভ বড়দিন
২০১৯
WhatsApp message reads: জিঙ্গেল বেল
জিঙ্গেল বেল
জিঙ্গেল অল দ্য ওয়ে
শুভ বড়দিন
২০১৯
WhatsApp message reads: রাতভোর জানালায় ঝোলানো মোজা
এই বুঝি এল উপহার
কেক, পেস্ট্রি কংবা মনের মত কিছু
স্লেজগাড়ি চড়া লাল জামা-সাদা দাড়ি বুড়ো
স্যান্টা, তুমি চমৎকার
শুভ বড়দিন
২০১৯
ঊনবিংশ শতাব্দীতে পোইনসেটিয়া নামে মেক্সিকোর একটি গাছ (Tree) বড়দিনের প্রথার সঙ্গে যুক্ত হয়। অন্যান্য জনপ্রিয় হলিডে গাছ হল হলি, মিসলটো, লাল অ্যামারিলিস, ও বড়দিনের ক্যাকটাস। বড়দিনের বৃক্ষের সঙ্গে মালা ও বিভিন্ন চিরসবুজ পাতা দিয়েও বাড়ির ভিতর সাজানো হয়।