আজই বাজারে (Market) আসছে ভারতের প্রথম ফোল্ডেবল স্ক্রিনের স্মার্টফোন (India's First Foldable Screen Smart Phone)। আগামী ৪ অক্টোবর থেকে Samsung Galaxy Fold নামে ফোনটির বিক্রি শুরু হবে বলে জানিয়েছে প্রস্তুত কারক সংস্থা Samsung। প্রি-অর্ডারের মাধ্যমে ফোন বুকিং করার মাধ্যমেই আগামী ২০ অক্টোবর থেকে ফোন ডেলিভারি শুরু করবে সংস্থা। অনলাইন প্রি-বুকিংয়ের (Online Pre-Booking) মাধ্যমে বা সংস্থার শোরুম (Showroom) থেকে বুক করা যাবে এই আল্ট্রা প্রিমিয়াম সেগমেন্টের এই স্মার্টফোনটি (Smart Phone)। স্যামসাঙের বিশেষ প্রতিনিধি নিজে বাড়ি এসে ডেলিভার করে যাবেন Samsung Galaxy Fold।
#GalaxyFold is now in India. Pre-bookings start October 4. @SamsungIndia
https://t.co/Qfee65BhKo pic.twitter.com/hxjFtsJRUn
— SamsungNewsroomIN (@SamsungNewsIN) October 1, 2019
দাম নেহাত কম নয়। সংস্থার সবচেয়ে দামি ডিভাইসগুলির (Device) মধ্যে উপরের দিকেই থাকবে এই স্মার্টফোন। ভারতের বাজারে Samsung Galaxy Fold-এর দাম ১,৬৪,৯৯৯ টাকা। তাই সীমিত সংখ্যক কিছু ডিভাইসই বাজারে আনবে সংস্থা। বিশ্বের স্মার্টফোনের বাজারে Samsung Galaxy Fold যে নতুন ইতিহাসের সৃষ্টি করল তা বলাই বাহুল্য। জানা গিয়েছে, Samsung Galaxy Fold আনফোল্ড করলে এটির ডিসপ্লের মাপ ৭.৩ ইঞ্চি। Galaxy Fold-এ থাকছে মোট ৬টি উচ্চমানের ক্যামেরা। এরমধ্যে ৩টি রিয়ার ক্যামেরা, ১টি সেলফি ক্যামেরা ও ২টি ক্যামেরা থাকবে ডিসপ্লের ভিতরে। থাকছে ওয়্যারলেস চার্জিং-এর বিশেষ সুবিধা। Samsung Galaxy Fold-এ থাকছে 5G নেটওয়ার্ক কানিক্টিভিটিও। আরও পড়ুন- Durga Puja 2019: দুর্দান্ত অফার! এই পুজোয় Redmi K20, Redmi Note 7 Pro, Redmi 7A-এর মত স্মার্টফোনগুলিতে অবিস্মরণীয় ছাড়
উল্লেখ্য, ইতিমধ্যেই স্যামসাঙের মতোই ফোল্ডেবল ফোন আনার তোড়জোড় শুরু করে দিয়েছে চিনা সংস্থা Huawei। চিনা সংস্থা Xiaomi-ও তাদের ফোল্ডেবল স্মার্টফোনের প্রটোটাইপ জনসমক্ষে এনেছে।